সমুদ্রসৈকতে ভেসে আসা বিপুল বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ অধিদফতরসহ কয়েকটি স্বেচ্ছাসেবী দল এসব বর্জ্য অপসারণ শুরু করে। জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নেতৃত্বে প্রশাসন এবং পরিবেশ অধিদফতরসহ কয়েকশ স্বেচ্ছাসেবক বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নেন। গত শনিবার রাতে জোয়ারের পানিতে সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে আসে প্লাস্টিক, ই-বর্জ্য ও ছেঁড়া জাল। লাবণী পয়েন্ট থেকে হিমছড়ি পয়েন্ট পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় এসব বর্জ্য ভেসে আসে। এসব বর্জ্যরে সঙ্গে জালে পেঁচানো অবস্থায় কয়েকশ কাছিমও ভেসে আসে। উৎসাহী মানুষ এসব বর্জ্যরে মধ্যে মূল্যবান বা প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে। তবে সৈকতে জোয়ারের পানিতে কীভাবে এবং কেন এসব বর্জ্য এসেছে, তা এখনো জানা যায়নি। তবে সমুদ্রপৃষ্ঠে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে সমুদ্রে জমে থাকা এসব বর্জ্য ভেসে আসতে পারে বলে ধারণা করছেন তদন্ত কমিটির সদস্যরা।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, সমুদ্রসৈকতে বর্জ্য ভেসে আসার কারণ জানতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কাছিমসহ যেসব সামুদ্রিক প্রাণী পাওয়া গেছে, তা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরিবেশ অধিদফতর এবং প্রাণিসম্পদ বিভাগে পাঠানো হয়েছে। কক্সবাজার পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক শেখ মো. নাজমুল হুদা জানান, গভীর সমুদ্রে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো সমুদ্রে জমে থাকা এসব বর্জ্য ভেসে আসতে পারে।
 
                         
                                     
                                                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        