নেত্রকোনার দুর্গাপুরে বিশাল আকৃতির এক পাহাড়ি অজগর সাপ মেরে ফেলেছে স্থানীয়রা। এরপর সাপ মেরে উল্লাস প্রকাশ করে সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করে তারা। এ ঘটনায় অনেকের কাছে অমানবিক মনে হয়েছে বিষয়টি। ক্ষুব্ধ হয়েছেন পরিবেশবাদীরা।
গত মঙ্গলবার (১৪) বিকালে দুর্গাপুরে পাহাড়ি নদী সোমেশ্বরীর পানিতে একটি অজগর সাপ ভেসে আসে। পরে সেটি কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিজিবি ক্যাম্পের অদূরে রানীখং মিশনের সামনে ফুটবল খেলার মাঠের পাশের ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।