বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

দুই হাজার একর জমি পানির নিচে

বন্ধ চাষবাস, বিপাকে তিন গ্রামের কৃষক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

দুই হাজার একর জমি পানির নিচে

চুয়াডাঙ্গায় জলাবদ্ধ ফসলের মাঠ -বাংলাদেশ প্রতিদিন

চুয়াডাঙ্গার সদর উপজেলার ভুলটিয়া গ্রাম সংলগ্ন কেটের মাঠে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এক মাস ধরে অতিবৃষ্টির কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। দুই হাজার একর জমি এখন পানির নিচে। এতে বিপাকে পড়েছেন পাশের তিন গ্রামের কৃষক। জলাবদ্ধতার কারণে তারা জমি চাষাবাদ করতে পারছেন না।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার ভুলটিয়া, জীবনা ও দশমী গ্রামের কৃষকরা চাষ করেন কেটের মাঠে। চলমান আমন মৌসুমে মাঠজুড়ে থৈ থৈ পানি। এখন জমি চাষ করতে না পারলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে চাষিদের। কৃষকরা জানান, এই মাঠে এমন জলাবদ্ধতা গত ৩০ বছরে দেখা যায়নি। এবার অতিরিক্ত বৃষ্টি হয়েছে। তাছাড়া মাঠের মাঝখানে পুরনো এক খালে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। ওই বাঁধের কারণে মাঠ থেকে পানি সরতে পারছে না। ভুলটিয়া গ্রামের সাবেক ইউপি মেম্বর মহাসিন আলী জানান, সদর উপজেলার ভুলটিয়াসহ তিন গ্রামের কৃষক এই মাঠের ওপর নির্ভরশীল। তারা বছরে তিন বার এই মাঠে চাষাবাদ করে থাকেন। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আলী হাসান বলেন, বিষয়টি তার জানা আছে। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান জানান, ইতোমধ্যে এলাকাবাসীর মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। স্থানীয় ভূমি অফিসকে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আশা করা হচ্ছে দ্রুতই সমস্যা সমাধান হবে। রাস্তা কেটে জলাবদ্ধতা : নাটোর প্রতিনিধি জানান, সিংড়ায় চলাচলের রাস্তা কেটে দিয়ে জলাবদ্ধতা তৈরির অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার সুকাশ ইউনিয়নে পানিপুকুর থেকে বাইগুনি পাকা রাস্তার মাঝখানে কেটে দেয়।  জানা যায়, এই রাস্তাটি বাঁধ হিসেবে কয়েক গ্রামকে বন্যা থেকে রক্ষা করছিল। একদিকের পানি ফুলে ওঠায় নিজেরা বাঁচতে রাস্তা কেটে দিয়ে বিলের পানি বের করে দেওয়া হচ্ছে। ফলে অন্য পারের মানুষের ফসল হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানান, রাস্তার প্রবেশমুখে একটি কালভার্ট দিয়ে পানি প্রবাহ চলমান রয়েছে। তারপরও এই রাস্তা কেটে দেওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না। স্থানীয় শুকাস ইউপি চেয়াম্যান আব্দুল মজিদ জানান, করোনায় আক্রান্ত থাকায় তিনি ঘটনাস্থলে যেতে পারছেন না। ইউপি সদস্যকে রাস্তা সংস্কারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর