বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

রোগী না দেখেই মৃত ঘোষণা!

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর হাসপাতালে রোগী না দেখেই মৃত ঘোষণা করার অভিযোগ উঠেছে দায়িত্বরত চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে হাসপাতাল ঘেরাও, ভাঙচুর ও বিক্ষোভ করেন। পুলিশ পরিস্থিতি শান্ত করে। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকালে। মৃতের নাম অনিক (১২)। সে ঠাকুরগাঁও পৌর শহরের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে অনিক বাড়ির পাশে নদীতে গোসল করতে নামলে পানিতে হাবুডুবু খায়। স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক না দেখেই শিশুটিকে মৃত ঘোষণা করে বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি নেওয়ার পথে তার শরীর গরম হয়ে মুখ দিয়ে পানি বের হলে তাকে স্থানীয় ডায়াবেটিকস হাসপাতালে নিয়ে যায়। পরে পুনরায় সদর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা দ্বিতীয়বার তাকে মৃত ঘোষণা করেন। আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিব বলেন, ওই সময় ডা. লিসা ও ডা. সাবিনা ডিউটিতে ছিলেন। রোগীর স্বজননেরা লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর