শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সহকারী প্রকৌশলী ও রোলার চালকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার কাহালু পৌরসভার সহকারী প্রকৌশলী ও রোলার চালকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাহালু থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাহালু পৌরসভার সাড়াই এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে, হামলার প্রতিবাদে গতকাল পৌরসভার হলরুমে সংবাদ সম্মেলন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। মামলা ও সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কাহালু পৌরসভার ১ নং ওয়ার্ডে সারাই টু কাইট রোডে কার্পেটিংয়ের কাজ চলছিল। সিডিউল ও স্পেসিফিকেশন মোতাবেক কাজ না হওয়ায় এর প্রতিবাদ করেন পৌরসভার সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদারের প্রতিনিধি নুর ইসলাম বিশু ও তার ভাই নুর আলম সহকারী প্রকৌশলী ও রোলার চালক মোফাজ্জল হোসেনকে মারপিট করে। এ সময় হামলাকারীদের ধাক্কায় গরম বিটুমিনের ওপর পড়ে যায় রোলার চালক। এতে তার পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাকে কাহালু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, চন্দ্র দাস, একলাস হোসেন, মামুনুর রশিদ, হুমায়ন কবির প্রমুখ।

সর্বশেষ খবর