রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচন ঘিরে গতকাল আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই দিকে ছয় কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পরেন যাত্রী ও চালকরা। জানা যায়, বুধবার দুপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশের নেতা-কর্মীরা আসন্ন গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মোস্তফা মুন্সীর মনোনয়ন বাতিলের দাবিতে উপজলা পরিষদ কার্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। অপরপক্ষ মানববন্ধন প্রতিহত করার চেষ্টা করে। সকাল ৯টা থেকে মনোনয়ন বাতিলের দাবিতে নেতা-কর্মীরা উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকে। একপর্যায়ে মানববন্ধন প্রতিহত করার জন্য গোয়ালন্দ আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম প্রায় পাঁচ হাজার নেতা-কর্মী ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে ধস্তাধস্তি হয়। তবে পুলিশি বাধা অতিক্রম করতে পারেনি তারা। পরে রাস্তায় বিক্ষোভ করতে থাকে। আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টা কর্মসূচিতে মহাসড়ক বন্ধ হওয়ায় দুর্ভোগের শিকার হন হাজার হাজার যাত্রী ও চালক। কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতাসীন দলের এমন কর্মকান্ড তাদের হতাশ করেছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ থাকার কারণে তাদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হয়েছে। মনোনয়ন বাতিলের মানববন্ধনে নেতা-কর্মীরা বলেন, মোস্তফা মুন্সী ২০১৬ সালে বিএনপির নেতা ছিলেন। তাকে মনোনয়ন দিয়ে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মোস্তফা মুন্সীর মনোনয়ন বাতিলের দাবি করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুজ্জামান চৌধুরীসহ অন্যরা। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মোস্তফা মুন্সীকে নৌকার মনোনয়ন দিয়েছেন। উপজেলার কিছু বিচ্ছিন্ন নেতা-কর্মী বিভ্রান্ত সৃষ্টি করতে মনোনয়ন বাতিলের দাবি তুলছে।
শিরোনাম
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ