রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচন ঘিরে গতকাল আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই দিকে ছয় কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পরেন যাত্রী ও চালকরা। জানা যায়, বুধবার দুপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশের নেতা-কর্মীরা আসন্ন গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মোস্তফা মুন্সীর মনোনয়ন বাতিলের দাবিতে উপজলা পরিষদ কার্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। অপরপক্ষ মানববন্ধন প্রতিহত করার চেষ্টা করে। সকাল ৯টা থেকে মনোনয়ন বাতিলের দাবিতে নেতা-কর্মীরা উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকে। একপর্যায়ে মানববন্ধন প্রতিহত করার জন্য গোয়ালন্দ আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম প্রায় পাঁচ হাজার নেতা-কর্মী ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে ধস্তাধস্তি হয়। তবে পুলিশি বাধা অতিক্রম করতে পারেনি তারা। পরে রাস্তায় বিক্ষোভ করতে থাকে। আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টা কর্মসূচিতে মহাসড়ক বন্ধ হওয়ায় দুর্ভোগের শিকার হন হাজার হাজার যাত্রী ও চালক। কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতাসীন দলের এমন কর্মকান্ড তাদের হতাশ করেছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ থাকার কারণে তাদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হয়েছে। মনোনয়ন বাতিলের মানববন্ধনে নেতা-কর্মীরা বলেন, মোস্তফা মুন্সী ২০১৬ সালে বিএনপির নেতা ছিলেন। তাকে মনোনয়ন দিয়ে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মোস্তফা মুন্সীর মনোনয়ন বাতিলের দাবি করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুজ্জামান চৌধুরীসহ অন্যরা। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মোস্তফা মুন্সীকে নৌকার মনোনয়ন দিয়েছেন। উপজেলার কিছু বিচ্ছিন্ন নেতা-কর্মী বিভ্রান্ত সৃষ্টি করতে মনোনয়ন বাতিলের দাবি তুলছে।
শিরোনাম
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
উপনির্বাচন ঘিরে কলহ-বিবাদ বন্ধ মহাসড়ক, ভোগান্তি
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর