শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে অফিস

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে অফিস

বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া পুরাতন বাজার এলাকায় প্রায় ৪২ বছর আগে গোলাকৃতির একটি ভবন নির্মাণ করা হয়। ভবনটিতে ১১-১২ বছর ধরে অস্থায়ী শাখা পোস্ট অফিসের কার্যক্রম চালানো হচ্ছে। জরাজীর্ণ ওই ভবন যে কোনো সময় ধসে ঘটতে পারে প্রাণহানি। বৃষ্টি এলেই ভবনের ছাদ চুয়ে পানি পড়ে কাগজপত্র ও আসবাব নষ্ট হচ্ছে। সোনাতলা উপজেলা সদর থেকে ৮-৯ কিলোমিটার দক্ষিণে ভেলুরপাড়া পুরাতন বাজার অবস্থিত। জোড়গাছা ইউনিয়ন পরিষদের ভূমি অফিসের কার্যক্রম পরিচালনার জন্য সরকার সেখানে ১৯৭৮ সালে  গোলাকৃতির ভবন প্রতিষ্ঠা করেন। পুরাতন এ ভবনের বিভিন্ন স্থানে ছাদের পলেস্তরা ধসে পড়ছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পুরো ভবন। স্থানীয় মুক্তিযোদ্ধা ডা. আজাহার আলী মানিক জানান, স্বাধীনতার পর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য ভবনটি নির্মিত হয়। সেখানে কিছুদিন ভূমি অফিসের কার্যক্রম চালালেও পরবর্তীতে ভেলুরপাড়া শাখা পোস্ট অফিসের কার্যক্রম চালানো হচ্ছে।

সর্বশেষ খবর