শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

উপজেলা চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানমকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এ ঘোষণা দেন।

এর আগে গত বুধবার যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নাজমা খানম অভিযোগ করেন, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তাঁর ভাগ্নে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজে প্রভাব খাটানোর চেষ্টা করেন। তাদের অন্যায় কাজের প্রতিবাদ করতে গিয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা এখন জীবনাশঙ্কায় রয়েছেন। সংবাদ সম্মেলনে নাজমা খানম তাঁর স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাও চান। উপজেলা চেয়ারম্যানের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। লিখিত বক্তৃতায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান চেয়ারম্যানের বক্তব্যকে ষড়যন্ত্র ও অপপ্রচার বলে দাবি করেন। একই সঙ্গে নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত নাজমা খানমকে অবাঞ্ছিত ঘোষণা করেন তিনি। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতা-কর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রাস্তায় মানববন্ধন করেন ও বিক্ষোভ করেন।

সর্বশেষ খবর