মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

‘বঙ্গবন্ধু বিএডিসির মাধ্যমে কৃষির উন্নয়নে কাজ শুরু করেন’

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ বিভাগের ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ রবিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় এমপি বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিএডিসির মাধ্যমে দেশে কৃষির উন্নয়নে কাজ শুরু করেন। কৃষককে আধুনিক সেচ ব্যবস্থা প্রদানের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা-দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে সে লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখছে বিএডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ও কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।

সর্বশেষ খবর