রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দেবে গেছে ২০ মিটার রাস্তা, আতঙ্কে স্থানীয়রা

ফরিদপুর প্রতিনিধি

দেবে গেছে ২০ মিটার রাস্তা, আতঙ্কে স্থানীয়রা

ফরিদপুর পৌরসভার লক্ষ্মীপুর এলাকার কুমার নদের পাড়ের ২০ মিটার রাস্তা দেবে গেছে। ধসে গেছে রাস্তার পাশের বেশকিছু অংশ। ফলে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন। গত বুধবার থেকে রাস্তাটি দেবে যেতে থাকে, যা এখনো অব্যাহত রয়েছে। দেবে যাওয়া অংশ ধীরে ধীরে বড় আকারের ফাটল দেখা দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কুমার নদ খনন শুরু হয় গত বছর। খননের কাজ চলার সময় নদের মাটি তুলে তা পাড়ে না ফেলে বিক্রি করে দেন ঠিকাদার। এতে নদের পাড়ের বেশির ভাগ অংশই ছিল ঝুঁকিতে। গত বুধবার বিকাল থেকে রাস্তার কিছু অংশ হঠাৎ দেবে যায়। এরপর আতঙ্কে অনেকে তাদের বাড়ির আসবাবপত্র সরিয়ে নিয়েছেন। আশপাশের বাড়ির লোকজন ভয়ে রাতে ঘুমাতে পারছেন না। রাস্তাটি দেবে যাওয়ায় স্থানীয়রা লাল পতাকা টানিয়ে সেখান দিয়ে চলাচল না করতে জনসাধারণকে সতর্ক করে দিয়েছেন। রাস্তা দেবে যাওয়ার ঘটনায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং এলজিইডি একে অপরের ওপর দায় চাপাচ্ছে। এলজিইডির পক্ষ থেকে রাস্তাটি দেবে যাওয়ার কারণ হিসেবে নদের মাটি উত্তোলনের কথা বলছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ধসে যাওয়া সড়ক এলজিইডির। তারা এ বিষয়ে ভালো বলতে পারবে। 

সর্বশেষ খবর