মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

গ্রাহকের ২০ কোটি টাকা আত্মসাৎ, মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

গ্রাহকের ২০ কোটি টাকা আত্মসাৎ, মানববন্ধন

সিরাজগঞ্জে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আওতায় গণমুখী বীমা প্রকল্পের গ্রাহকদের ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। শহরের চৌরাস্তা প্রেস ক্লাব চত্বরে গতকাল মানববন্ধন হয়। এতে জেলার বিভিন্ন স্থানের কয়েক শ ভুক্তভোগী অংশ নেন। গ্রাহকরা জানান, গণমুখী বীমার আওতায় তারা ২০০৬-০৭ সাল থেকে ১০-১২ বছর মেয়াদি ১০০ থেকে ৫০০ টাকার বীমা পলিসি চালু করেন। বীমার মেয়াদ পূর্ণ হওয়ার কয়েক বছর অতিবাহিত হলেও কর্তৃপক্ষ লভ্যাংশ দূরের কথা জমানো টাকাও ফেরত দিচ্ছে না। টাকা পরিশোধের কথা বললেই টালবাহানা করছে। ঢাকা ও রাজশাহী অফিসে ঘুরেও এসব গ্রাহক তাদের জমানো টাকা ফেরত না পেয়ে অনেকে মানবেতর জীবনযাপন করছেন। বিভিন্ন উপজেলায় এই বীমা কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজাররা পালিয়ে বেড়াচ্ছেন। ফলে হতাশায় দিন কাটছে জেলার ১০ হাজার গ্রাহকের। ভুক্তভোগীরা অবিলম্বে টাকা ফেরতের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ফরিদা ইয়াসমিন, মাসুদ রানা, আয়শা সিদ্দিকা, মাহমুদা, মাসুদ করিম, শহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর