শিরোনাম
সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

উপস্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করে দোকান

ফরিদপুর প্রতিনিধি

উপস্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করে দোকান

স্বাস্থ্য কেন্দ্রের জায়গায় নির্মিত স্থাপনা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতিতে ‘ময়না ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের’ জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এসব স্থাপনা সরিয়ে নিতে দোকান মালিকদের নোটিস দিয়েও দখলমুক্ত করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ব্যবস্থা নিতে ইউএনও বরাবর চিঠি পাঠিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

সরেজমিন গিয়ে দেখা যায়, ময়না ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উত্তর পাশে রাস্তা ঘেঁষা সরকারি জায়গা দখল করে ৮-১০টি দোকানঘর গড়ে উঠেছে। দোকান মালিকদের তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গত ২৪ অক্টোবর নোটিস দিয়েছেন উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার পত্র দেওয়ার পরই অবৈধ দখলদার উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনওকে পত্র দেওয়া হয়েছে। বোয়ালমারীর ইউএনও ঝোটন চন্দ বলেন, বিষয়টি দেখার জন্য সরেজমিন একজন তহশিলদারকে পাঠানো হয়েছিল। দখলদাররা তার সঙ্গেও খারাপ আচরণ করেছে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর