চট্টগ্রাম সীতাকুন্ড পৌরসভার নির্বাচনে অভিন্ন সমস্যায় রয়েছে আওয়ামী লীগ ও রাজনীতির মাঠে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি। মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। মেয়র পদে ঠিক উল্টো চিত্র ওয়ার্ড পর্যায়ে। কাউন্সিলর পদে বিএনপি একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও আওয়ামী লীগের প্রার্থীদের ছড়াছড়ি ওয়ার্ডে ওয়ার্ডে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ‘কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেওয়ার কোনো সিদ্ধান্ত আসেনি। তাই কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেয়ার চিন্তা করছি না। তবে স্থানীয় নেতারা যদি দলীয় সমর্থন নিয়ে কোনো সিদ্ধান্ত দেয় তাতে আমাদের সমর্থন থাকবে।’ জানা যায়, সীতাকুন্ড উপজেলা বিএনপি-জামায়াত অধ্যুষিত হলেও পৌর এলাকায় শক্তিশালী অবন্থানে রয়েছে আওয়ামী লীগ। সংখ্যালঘু অধ্যুষিত পৌর এলাকার বার বার নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। সর্বশেষ পৌর নির্বাচনে মেয়র হিসেবে বিজয়ী হন পৌর আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম। এবারও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগের পাশাপাশি সর্বশেষ নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবুল মুনছুরকে এবার দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু তার গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জহিরুল ইসলাম। তিনি নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করছেন। মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থীর ছড়াছড়ি। প্রায় ওয়ার্ডে আওয়ামী লীগের দুই থেকে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার মধ্যে ১ নং ওয়ার্ডে মনোনয়ন জমা দেওয়া ৮ প্রার্থীর মধ্যে ৭ জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, ২ নং ওয়ার্ডে ৬ জনের মধ্যে ৫ জনই আওয়ামী লীগের নেতা, ৩ নং ওয়ার্ডে ৮ জনের মধ্যে একজন করে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বাকিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সংরক্ষিত ৩ মহিলা কাউন্সিলর পদেও অভিন্ন চিত্র। এরই মধ্যে একজন বাদে সবাইকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হলেও প্রায় সবাই অনড় রয়েছে নির্বাচন করার বিষয়ে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদিউল আলম বলেন, ‘প্রতি ওয়ার্ডে আওয়ামী লীগের একক প্রার্থী দেওয়ার প্রচেষ্টা করছে স্থানীয় নেতারা। তারপরও কাউন্সিলর পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর প্রভাব পড়বে না নির্বাচনে। বিএনপির প্রার্থী আবুল মুনছর বলেন, ‘বিদ্রোহী প্রার্থী নিয়ে চিন্তা করছি না। আমার মূল চিন্তাই হচ্ছেন সুষ্ঠু নির্বাচন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ