শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কে যানচলাচল ব্যাহত হয়েছে। বুধবার রাত ১১টার পর থেকে গতকাল সকাল ৯টা পর্যন্ত সেতুর পশ্চিমপাড় থেকে নলকা পর্যন্ত প্রায় ১৫ কিলিমিটার এলাকায় যানজট দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনগুলো দাঁড়িয়ে থাকায় যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েন। যথাসময়ে পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্য পৌঁছতে না পারায় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অনেক চালক কুয়াশার কারণে রাতভর গাড়ি বন্ধ রেখেছিলেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক সাকাওয়াত হোসেন জানান, ঘন কুয়াশার কারণে রাত ১১টা থেকে মহাসড়কে যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুয়াশা কমে গেলে যানচলাচল স্বাভাবিক হয়। তিনি আরও জানান, কুয়াশার পাশাপাশি পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় যানবাহন বেশি হওয়াও যানজটের অন্যতম কারণ।

তবে প্রশাসন রাতভর গাড়িগুলো এক লেনে রাখার জন্য চেষ্টা চালিয়ে গেছে।  ট্রাকচালক আবদুর রহমান জানান, বগুড়া থেকে নলকা পর্যন্ত স্বাভাবিকভাবেই এসেছি। কিন্তু নলকার পর থেকে তীব্র যানজট ছিল। নলকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হতে প্রায় সাত ঘণ্টা লেগেছে। গভীর রাতে দোকানপাট বন্ধ থাকায় যাত্রীসহ সবার দুর্ভোগ পোহাতে হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর