রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভেঙে দেওয়া হয়েছে সারিয়াকান্দি বিএনপির আহ্বায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

প্রায় দেড় বছর পর সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। দীর্ঘদিন দলীয় কর্মসূচি পালন না করা ও গঠনতন্ত্রবিরোধী কাজে জড়িত থাকায় কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। শুক্রবার রাতে এ তথ্য জানা যায়। বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ জানান, শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। অচীরেই নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে দুই ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হবে। সবশেষ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এ. কে. এম আহসানুল তৈয়ব জাকির জানান- দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলেও বাতিল হওয়া কমিটি কোনো সহায়তা করেনি। তারা নিজেদের লোক দিয়ে পকেট কমিটি করে রেখেছিল। উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুজাউদ্দৌলা সনজু বলেন, আহ্বায়ক কমিটি দলের কোনো কর্মসূচি করেনি। শুধু নামেই কমিটি ছিল। সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ায় নেতা-কর্মীদের দাবি বাস্তবায়িত হয়েছে।

সর্বশেষ খবর