সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

হিলিতে বন্ধ চাল আমদানি আটকা শত শত ট্রাক

দিনাজপুর প্রতিনিধি

হিলিতে বন্ধ চাল আমদানি আটকা শত শত ট্রাক

হিলি সীমান্তে চালবোঝাই ট্রাকের লাইন -বাংলাদেশ প্রতিদিন

দেড় বছর পর ভারত থেকে আমদানি শুরুর কয়েকদিনের মাথায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আসা বন্ধ হয়ে গেছে। আমদানি করা চালের এইচএসকোড নিয়ে জটিলতার কারণ দেখিয়ে গত ১৩ জানুয়ারি থেকে ভারত রপ্তানি বন্ধ রেখেছে। এতে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের অভ্যন্তরে আটকা পড়েছে চাল বোঝাই বহু ট্রাক। জানা যায়, গত ৯ জানুয়ারি হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। ওইদিন বন্দর দিয়ে ৩টি ট্রাকে ১১২ টন চাল আমদানি হয়। এরপর ১০ জানুয়ারি ২০টি ট্রাকে ৮২৮ টন, ১১ জানুয়ারি আট ট্রাকে ৩২৯ টন এবং ১২ জানুয়ারি ২৩ ট্রাকে ৮৮৪ টন চাল আমদানি হয়। পরে এইচএসকোড নিয়ে জটিলতা দেখিয়ে ১৩-১৭ জানুয়ারিও এই স্থলবন্দর দিয়ে কোনো চাল আমদানি হয়নি। হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, দেশের বাজারে ধানের দাম বেশি দেখিয়ে চালের মূল্যবৃদ্ধির কারণে বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারতসহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয়। বিভিন্ন শর্ত মেনে হিলি স্থলবন্দরের বিভিন্ন আমদানিকারক প্রায় ৬০ হাজার টন চাল আমদানির অনুমতি পায়। গত ৯ জানুয়ারি থেকে চাল আমদানি শুরু করেন আমদানিকারকরা। এতে দেশের বাজারে চালের মূল্য কমতে শুরু করেছিল। এখন এইচএসকোডের জটিলতা দেখিয়ে ভারত চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে। যে কারণে ভারতের অভ্যন্তরে বেশ কয়েকজন আমদানিকারকের কয়েক হাজার টন চালবোঝাই ট্রাক রয়েছে দেশে প্রবেশের অপেক্ষায়।

সর্বশেষ খবর