সংস্কার না করায় বেহাল নওগাঁর মহাদেবপুর থেকে শিবগঞ্জ পর্যন্ত সড়ক। বছরের পর বছর সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। অথচ জেলার অতি জনগুরুত্বপূর্ণ মহাদেবপুর-শিবগঞ্জ সড়ক এখন খানা-খন্দে ভরা। এছাড়া কার্পেটিং, ইট-খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও সড়কের দুধার ভেঙে গিয়ে সংকুচিত হয়ে পড়েছে। প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির দুই প্রান্তে দুটি বড় হাট-বাজার মহাদেবপুর ও শিবগঞ্জ। এ দুটি বাজারে কৃষি পণ্যসহ অন্যান্য মালামাল পরিবহনে একমাত্র সড়ক। সড়কটি দিয়ে উপজেলার উত্তরগ্রাম, সফাপুর ও সদর ইউনিয়ন এবং মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না করায় জনমনে ক্ষোভ বাড়ছে। জানা যায়, কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বিশালকায় গর্তের। সড়কের কোথাও কোথাও ইট খোয়ার টুকরো পড়ে রয়েছে। পায়ে হেঁটে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তারপরও লক্কর-ঝক্কর এ সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দেখে বোঝার উপায় নেই এ সড়কটি পাকা ছিল। ২০০১-০২ সালের দিকে সড়কটি পাকাকরণ করা হয়। এরপর একবার সংস্কার হয়েছে। সংস্কারের কয়েক বছর পর থেকেই খানা-খন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় বেহাল দশায় পড়ে সড়কটি। তবে গত ৭-৮ বছরে আর কোনো সংস্কার করা হয়নি। স্থানীয়দের অভিযোগ গত কয়েক বছর থেকে মহাদেবপুর বালুমহালের শিবগঞ্জ থেকে পাঠাকাঠা বাজার পর্যন্ত কয়েকটি স্থানে বালু তোলা হয়। বড় বড় ট্রাক ও অবৈধ ট্রাক্টরে করে ওই সড়ক দিয়ে মাটি-বালু আশপাশের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে সড়কটি আরও বেহাল হতে শুরু করে। ইজিবাইক চালক লোকমান আলী বলেন, আমরা গরিব মানুষ ইজিবাইক চালিয়ে রোজগার করে খাই। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশার কারণে যাত্রী পাওয়া যায় না। পাওয়া গেলেও গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটছে এবং গাড়ি ভেঙে যাচ্ছে। সড়কটির পাশের দোহালী গ্রামের বাসিন্দা ওমল চন্দ্র বলেন, সড়কের দুই মাথায় দুটি বড় হাট-বাজার মহাদেবপুর ও শিবগঞ্জ বাজারে যাতায়াতের একমাত্র সড়ক এটি। সংস্কার না করায় ব্যস্ততম সড়কটি এখন প্রায় পরিত্যক্ত। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, সড়কটি সরেজমিন পরিদর্শন করা হয়েছে। প্রকল্প গ্রহণ করে সড়কটি সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন তিনি।
শিরোনাম
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
বেহাল মহাদেবপুর-শিবগঞ্জ সড়ক
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর