সংস্কার না করায় বেহাল নওগাঁর মহাদেবপুর থেকে শিবগঞ্জ পর্যন্ত সড়ক। বছরের পর বছর সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। অথচ জেলার অতি জনগুরুত্বপূর্ণ মহাদেবপুর-শিবগঞ্জ সড়ক এখন খানা-খন্দে ভরা। এছাড়া কার্পেটিং, ইট-খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও সড়কের দুধার ভেঙে গিয়ে সংকুচিত হয়ে পড়েছে। প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির দুই প্রান্তে দুটি বড় হাট-বাজার মহাদেবপুর ও শিবগঞ্জ। এ দুটি বাজারে কৃষি পণ্যসহ অন্যান্য মালামাল পরিবহনে একমাত্র সড়ক। সড়কটি দিয়ে উপজেলার উত্তরগ্রাম, সফাপুর ও সদর ইউনিয়ন এবং মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না করায় জনমনে ক্ষোভ বাড়ছে। জানা যায়, কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বিশালকায় গর্তের। সড়কের কোথাও কোথাও ইট খোয়ার টুকরো পড়ে রয়েছে। পায়ে হেঁটে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তারপরও লক্কর-ঝক্কর এ সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দেখে বোঝার উপায় নেই এ সড়কটি পাকা ছিল। ২০০১-০২ সালের দিকে সড়কটি পাকাকরণ করা হয়। এরপর একবার সংস্কার হয়েছে। সংস্কারের কয়েক বছর পর থেকেই খানা-খন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় বেহাল দশায় পড়ে সড়কটি। তবে গত ৭-৮ বছরে আর কোনো সংস্কার করা হয়নি। স্থানীয়দের অভিযোগ গত কয়েক বছর থেকে মহাদেবপুর বালুমহালের শিবগঞ্জ থেকে পাঠাকাঠা বাজার পর্যন্ত কয়েকটি স্থানে বালু তোলা হয়। বড় বড় ট্রাক ও অবৈধ ট্রাক্টরে করে ওই সড়ক দিয়ে মাটি-বালু আশপাশের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে সড়কটি আরও বেহাল হতে শুরু করে। ইজিবাইক চালক লোকমান আলী বলেন, আমরা গরিব মানুষ ইজিবাইক চালিয়ে রোজগার করে খাই। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশার কারণে যাত্রী পাওয়া যায় না। পাওয়া গেলেও গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটছে এবং গাড়ি ভেঙে যাচ্ছে। সড়কটির পাশের দোহালী গ্রামের বাসিন্দা ওমল চন্দ্র বলেন, সড়কের দুই মাথায় দুটি বড় হাট-বাজার মহাদেবপুর ও শিবগঞ্জ বাজারে যাতায়াতের একমাত্র সড়ক এটি। সংস্কার না করায় ব্যস্ততম সড়কটি এখন প্রায় পরিত্যক্ত। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, সড়কটি সরেজমিন পরিদর্শন করা হয়েছে। প্রকল্প গ্রহণ করে সড়কটি সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন তিনি।
শিরোনাম
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
- সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
- ড্যাবের সভাপতি হারুন, মহাসচিব শাকিল
- বিপুল সংখ্যক জামিনের ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি
- চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১৯ বিপজ্জনক কন্টেইনার ধ্বংস
- নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ আনসার সদস্য : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্যারামাউন্ট স্কাইড্যান্স
- মির্জা ফখরুলের সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ
- জামায়াতের আইনজীবীর হেনস্তার শিকার তিন সাংবাদিক
- নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে ১৮ দফা জামায়াতের
- কেনিয়ায় ১২ আরোহীসহ বিমান বিধ্বস্ত
- আরও ৩০ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন
- দূষণ রোধে দিল্লিতে কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা
- নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না : ফারুক
- অত্যাধুনিক যুদ্ধবিমানের দিকে চোখ তুরস্কের, যুক্তরাজ্যের সঙ্গে ১১ বিলিয়নের চুক্তি
- ফের মস্কোয় ড্রোন হামলা চালাল ইউক্রেন
বেহাল মহাদেবপুর-শিবগঞ্জ সড়ক
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
নাফিসা কামালের অরবিটালসসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা
২২ ঘণ্টা আগে | জাতীয়
গাজায় তুর্কি বাহিনীকে মেনে নেওয়া হবে না, মুখ খুললেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম