বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রংপুরে বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই

নজরুল মৃধা, রংপুর

রংপুরে বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই

শহীদ মিনার ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রতীক। অথচ রংপুর শহরের বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। এ জেলায় ১ হাজার ৪৫৮টি  প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার আছে ৭০২টিতে। যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই তারা জাতীয় দিবসগুলোতে বাঁশ, কাগজ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে তাতেই শ্রদ্ধা জানাচ্ছেন। আবার কেউ কেউ নিজ প্রতিষ্ঠান থেকে কয়েক কিলোমিটার দূরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। নগরীর মাহিগঞ্জ মহিন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকলেছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ  বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। এসব শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই শিক্ষক-শিক্ষার্থীরা অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে দিবসটি পালন করা হয়ে থাকেন। আবার কেউ কেউ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক কিলোমিটার দূরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ভাষা আন্দোলনের এতবছর পরেও শিক্ষা প্রতিষ্ঠানে কেন শহীদ মিনার নির্মাণ করা হলো না এমন প্রশ্নের জবাবে শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক তাদের মতামত ব্যক্ত করে বলেছেন, বিদ্যালয়গুলোতে সরকারিভাবে শহীদ মিনার নির্মাণে বরাদ্দের অভাব। এছাড়া বিদ্যালয়গুলোতে শহীদ মিনার নির্মাণ বেসরকারিভাবে কেউ এগিয়ে আসে না। অনেক বিদ্যালয়ে জায়গা স্বল্পতার কারণে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে তারা বলছেন ভাষা শহীদদের স্মরণ করতে পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরি করতে হবে। মাহিগঞ্জ এলাকার অভিভাবক ও শিক্ষক হাসেম আলী জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোতে শহীদ মিনার না থাকায় জাতীয় দিবসগুলোতে শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি দিতে পারছেন না।

 যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই সেসব বিদ্যালয়ে জরুরিভিত্তিতে শহীদ মিনার নির্মাণের দাবি জানান তিনি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএস শাহজাহান সিদ্দিকী বলেন, যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই সেই সব বিদ্যালয়ের তালিকা করে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। গত এক বছরে বেশকিছু বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর