বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পলক

এক পলক

মাঠ দিবস

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগ এবং সোসাইট ফর সাসটেইনেবল আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এরিয়ার (সার্ডা) যৌথ আয়োজনে মাঠ দিবস গতকাল অনুষ্ঠিত হয়েছে। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে বারি’র ফল বিভাগের গবেষণা মাঠে এ অনুষ্ঠানে ময়মনসিংহের ভালুকা ও গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে কৃষকরা অংশ নেয়। -গাজীপুর প্রতিনিধি

পুলিশের গাড়ি দুর্ঘটনায়

নেত্রকোনার কলমাকান্দায় গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে পুলিশের একটি গাড়ি। মঙ্গলবার রাতে উপজেলার ঠাকুরাকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গরু পাচারের খবর পেয়ে কলমাকান্দায় থানার একদল পুলিশ একটি ট্রাক ধাওয়া করে। পরে ঠাকুরাকোনা রেললাইনের উঁচুতে গাড়ি রেখে চালকসহ অন্য পাচারকারীরা পালিয়ে যায়। 

-নেত্রকোনা প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শোভাযাত্রা ও র‌্যালি করেছেন শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষক সদস্যরা। শ্রীপুর রেলস্টেশন থেকে গতকাল শোভাযাত্রা শুরু করে উপজেলা পরিষদের গেটে মানব প্রাচীর তৈরি করেন তারা।

-শ্রীপুর প্রতিনিধি

অস্ত্রবাজ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ নাগবাড়ী এলাকায় হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, ছিনতাইসহ বহুসংখ্যক মামলার আসামি ফরহাদ ওরফে আহাদকে (৩৩) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতার ফরহাদ ওরফে আহাদ ফতুল্লা মডেল থানার দেওভোগ নাগবাড়ী এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে।-নারায়ণগঞ্জ প্রতিনিধি

নৈশ প্রহরী নিহত

গাজীপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আবু সাইদ (৪৮) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গাজীপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। তিনি সদর থানার পূর্ব ভুরুলিয়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে।-গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর