শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্ত্রীর মামলায় কারাগারে চিকিৎসক স্বামী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে স্ত্রীর করা মামলায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসক চন্দন বণিককে জেলহাজতে পাঠিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন গতকাল তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। চন্দন বণিক টাঙ্গাইল পৌর শহরের ব্রজ গোপাল বণিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ ডিসেম্বর তাড়াশ পৌর শহরের ঘোষ পাড়া মহল্লার বাসিন্দা বব্রু বাহন রায়ের মেয়ে তনুশ্রীর সঙ্গে চন্দন বণিকের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই চন্দন ৩ লাখ টাকার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকে। তনুশ্রী বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় তার ওপর চলতে থাকে অত্যাচার। এ ঘটনায় সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এ গত বছরের ২৬ জানুয়ারি মামলা করেন। গতকাল সিরাজগঞ্জ আদালতে গিয়ে আগাম জামিনের জন্য গেলে বিচারক তাকে কারাগারে            পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ খবর