মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সংসদ সদস্য কুদ্দুসকে পদচ্যুত করার দাবি

নাটোর প্রতিনিধি

‘কুদ্দুস হঠাও এলাকা বাঁচাও। কুদ্দুসকে না বলুন।’ এমন ফেস্টুন হাতে গতকাল নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন কয়েক হাজার নারী-পুরুষ। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংসদ সদস্য কুদ্দুসকে দল থেকে পদচ্যুত করার দাবি জানান আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর আগেও উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন কলমবিরতি ও কালো ব্যাজ ধারণ করে ঘটনার নিন্দা প্রতিবাদ জানায়। তাছাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করা হয়। জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি চেয়াম্যানের দুলাভাই আবদুল মান্নান এমপি সমর্থক ৯ জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা করেন। থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, আসামিরা জামিনে মুক্ত আছেন। নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল কুদ্দুস এমপি বলেন, তিনি এই ঘটনায় সম্পৃক্ত নন। তাকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে।

সর্বশেষ খবর