রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পলক

তোপের মুখে ভিসি

ত্রুটিপূর্ণ নকশায় শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের অবমাননার অভিযোগ উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভিসি প্রফেসর এম রোস্তম আলীর বিরুদ্ধে। একই সঙ্গে শহীদ মিনার নির্মাণে নকশা জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। তাদের অভিযোগ ও অনুরোধ উপেক্ষা করে শহীদ মিনারটি নির্মাণ শেষে উদ্বোধন অনুষ্ঠানে তোপের মুখে পড়েন ভিসি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে গতকাল এ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন উপাচার্য এম রোস্তম আলী। -পাবনা প্রতিনিধি

মাঘী পূর্ণিমা উৎসব

রাঙামাটির নানিয়াচরে দুই দিনব্যাপী মাঘী পূর্ণিমা উৎসব গতকাল শুরু হয়েছে। নানিয়ারচর রত্মাঙ্কুুর ফাউন্ডেশন বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের বর্ষপূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে যোগ দিতে বান্দরবান ও খাগড়াছড়ি থেকে আসেন হাজারো দর্শনার্থী ও পুণ্যার্থী। মানুষের উপস্থিতিতে উৎসবে আমেজ ছড়িয়ে পরে পুরো উপজেলায়। পুণ্যার্থীরা বৌদ্ধ ধাতু প্রদর্শন, বৌদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, পি দান কর্মসূচিতে অংশ নেন। -রাঙামাটি প্রতিনিধি

পাঁচ মর্টারশেল উদ্ধার

গাজীপুরে পাঁচটি অকেজো মর্টারশেল ও কিছু গুলির খোসা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার শরিফপুর এলাকার একটি সবজি খেত খননের সময় গতকাল এগুলো উদ্ধার হয়। মর্টারশেল ও গুলির খোসাগুলো মরিচাপড়া। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি  ইসমাইল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মর্টারশেল ও গুলির খোসাগুলো মুক্তিযুদ্ধের সময়ের। -গাজীপুর প্রতিনিধি

শ্রীমঙ্গলে লালজমিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টি হ্যাভেন রিসোর্টে শুক্রবার বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিল্পীকল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠানে মহিলাদের বিভিন্ন ধরনের খেলা, দলীয় নৃত্য, গান দর্শকদের মুগ্ধ করেছে। উৎসবের শেষ মঞ্চায়ন হয় মোমেনা চৌধুরী অভিনীত একক নাটক লালজমিন। -শ্রীমঙ্গল প্রতিনিধি

জাল আটক

লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে প্রায় পৌনে ২ কোটি টাকা মূল্যের ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড। গতকাল ভোরে উপজেলার মেঘনা নদীতে কোস্টগার্ড ও জেলা মৎস্য কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। -রায়পুর প্রতিনিধি

হুইল চেয়ার বিতরণ

সিরাজগঞ্জের এনায়েতপুর অটিজম অ্যান্ড অটিস্টিক স্কুলের প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গোপালপুর শেখ বাড়ি প্রাঙ্গণে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম পর্যায়ে সাতজন শিশুকে হুইল চেয়ার বিতরণ করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিল্পপতি শেখ আবদুস ছালাম। পরে পর্যায়ক্রমে সব শিশুকেই হুইল চেয়ার দেবেন বলে তিনি জানিয়েছেন। মোতালেব হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাশেদুল ইসলাম সিরাজ, মুল্লুক চাঁদ মিয়া প্রমুখ। -সিরাজগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর