বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বগুড়ায় জয়-পরাজয়ে ফ্যাক্টর নারী ভোটার

আবদুর রহমান টুলু, বগুড়া

বগুড়ায় জয়-পরাজয়ে ফ্যাক্টর নারী ভোটার

বগুড়া পৌরসভায় জয়-পরাজয়ের ফ্যাক্টর নারী ভোটার। আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণের পর জানা যাবে মেয়র হচ্ছেন কে। তবে মেয়র হতে গেলে নারী ভোটারদের ভোট নিয়েই হতে হবে। এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারই বেশি পৌরসভায়। নারী ভোটাররাই এবার পৌরসভার ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এমনটাই মনে করছেন পৌরবাসী। এ ছাড়া কারা হবেন পৌর কাউন্সিলর। সর্বত্র চলছে নির্বাচনী আলোচনা। নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগে ও স্বতন্ত্র প্রার্থীদের পাশাপাশি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া পৌরসভার আয়তন প্রায় ৭০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৮ লাখের বেশি। নতুন ভোটার নিয়ে চলতি বছরে এসে ভোটার দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জনে। এর মধ্যে পৌরসভায় ১ লাখ ৩৪ হাজার ৯০৬ জন পুরুষ ও ১ লাখ ৪০ হাজার ৯৬৪ জন মহিলা ভোটার রয়েছেন। ‘ক’ শ্রেণির এই পৌরসভাটি আয়তন বড় হলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অন্যান্য পৌরসভার মতই বরাদ্দ পেয়ে থাকে এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনীত আবু ওবায়দুল হাসান ববি নৌকা প্রতীক, বিএনপি থেকে মনোনীত রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ জগ প্রতীক, মাও. আবদুল মতিন হাতপাখা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। চার প্রার্থীই বগুড়ার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পোস্টার লিফলেট দিয়ে ভোট প্রার্থনা করছেন। এবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে ইভিএম-এ।

সর্বশেষ খবর