অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বগুড়া পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান আকন্দকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ৩১ কোটি টাকা দুর্নীতির মামলায় এই নির্দেশ দেন বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী। দুদক সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, আদালতে উপস্থিত না থাকায় গতকাল চার্জ গঠনের দিনে আবদুল মান্নান আকন্দের নামে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন আদালত। ২০১১ সালে দুর্নীতির অভিযোগে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছিল। জানা যায়, ২০০৮ সালের ২৩ অক্টোবর থেকে ২০১১ সালের ৩ নভেম্বর পর্যন্ত ব্যাংকের বগুড়া শাখার কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ব্যাংকের গ্রাহকদের হিসাব থেকে অর্থ আত্মসাৎ করেন আবদুল মান্নান আকন্দ।
এরমধ্যে আব্দুল মান্নান এর নামে প্রায় ২৬ লাখ টাকা লোপাটের অভিযোগ উঠে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। এই মামলা তদন্তের জন্য দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়। ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি তদন্ত শুরু করেন প্রধান কার্যালয়ের উপ পরিচালক আখতার হামিদ ভূঞা। এরপর এ মামলার তদন্ত করেন উপপরিচালক সৈয়দ তাহসিনুল হক। পরে ২০১৪ সালের ৪ জুন তিনি আসামিদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরে দুদকের সমন্বিত কার্যালয়ের (বগুড়া) তৎকালীন উপ পরিচালক (বর্তমানে প্রধান কার্যালয়ে কর্মরত) মো. আনোয়ারুল হককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। আনোয়ারুল হক এ ঘটনা তদন্ত করে ২০১৭ সালের আগস্ট মাসে ৯ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। সেই মামলায় চার্জ গঠনের দিন ধার্য ছিল গতকাল।