খুলনা, নওগাঁ ও ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ চারজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
খুলনা : গতকাল দুপুরে ফুলতলা এ গফুর ক্লিনিকের সামনে খুলনাগামী ট্রাকের ধাক্কায় সাথী বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। এ সময় তার স্বামী আশরাফুল মল্লিক আহত হন। তারা দামোদর নতুনহাট এলাকার বাসিন্দা। ঘটনার সময় তারা অসুস্থ এক আত্মীয়কে দেখতে ক্লিনিকে যাচ্ছিলেন। অপরদিকে, মঙ্গলবার রাতে খুলনা-সাতক্ষীরা সড়কে হোগলাডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে অপর একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহত জিসান (১৮) সাতক্ষীরার বরজাবাটকা এলাকার বাসিন্দা বজলুর রহমানের ছেলে। নওগাঁ : মহাদেবপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের রানীপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম গফুর আলী (৫৫)। তার বাড়ি মান্দা উপজেলার কৌর্বত্তপাড়া গ্রামে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন। ভালুকা (ময়মনসিংহ) : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার কলেজ গেট এলাকায় গতকাল বাসচাপায় মনিরুজ্জামান রুবেল (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে তার শিশুসন্তান লিয়াম (১০)। নিহত রুবেল ত্রিশালের রাগামারা গ্রামের মঞ্জুরুল আলমের ছেলে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        