মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

ফুলেল ভালোবাসায় সিক্ত বাংলাদেশ প্রতিদিন

প্রতিদিন ডেস্ক

ফুলেল ভালোবাসায় সিক্ত বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লায় কেক কেটে উদযাপন -বাংলাদেশ প্রতিদিন

আনন্দঘন পরিবেশ ও আড্ডার মধ্য দিয়ে গতকাল উদযাপিত হয়েছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পণ। এ উপলক্ষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে কেক কাটা হয়। অতিথিরা দেশের সবচেয়ে জনপ্রিয় এ দৈনিকটির আরও সাফল্য কামনা করেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : নগরীর ধর্মসাগরের পাড়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভুইয়া, বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম প্র্রমুখ। মানিকগঞ্জ : জেলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী। গাজীপুর : জেলা প্রশাসক মিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ ও মিডিয়া) জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মশিউর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার প্রমুখ। কক্সবাজার : কক্সবাজার প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু তাহের, কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ। পটুয়াখালী : পটুয়াখালী প্রেস ক্লাবে অনুষ্ঠানে ছিলেন কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, সাংবাদিক স্বপন ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান প্রমুখ। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামে অনুষ্ঠানে ছিলেন অধ্যক্ষ আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট হোসেন আলী হাসান, আবদুস সামাদ তালুকদার প্রমুখ। বাগেরহাট : জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নীহার রঞ্জন সাহা, তালুকদার আবদুল বাকী প্রমুখ। ফরিদপুর : থানা রোড থেকে আনন্দ র‌্যালি বের হয়। পরে ওয়েসিস চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাব বোস, ব্যবসায়ী নেতা কিবরিয়া স্বপন প্রমুখ। নেত্রকোনা : জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, পুলিশ সুপার আকবর আলী মুনসী প্রমুখ। ঝালকাঠি : ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যলয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জোহর আলী প্রমুখ। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : শহরের তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম, নাসিক কাউন্সিলর ওমর ফারুক, ইকবাল হোসেন প্রমুখ। সাভার (ঢাকা) : সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার একটি হল রুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব, সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ প্রমুখ। ভালুকা (ময়মনসিংহ) : ভালুকা প্রেস ক্লাব মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস- চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ। বোয়ালমারী (ফরিদপুর) : উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় ইউএনও ঝোটন চন্দ, আসাদুজ্জামান মিন্টু, পীযুষ ঘোষ প্রমুখ। চরভদ্রাসন (ফরিদপুর) : চরভদ্রাসন সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক বিলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম প্রমুখ।

হবিগঞ্জ : জেলা প্রেস ক্লাবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, প্রমুখ। মৌলভীবাজার : জেলা প্রেস ক্লাব মিলনায়তনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সম্পাদক পান্না দত্ত প্রমুখ। বরগুনা : জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। রাজবাড়ী : জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাজী কেরামত আলী এমপি। শেরপুর : জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। নোয়াখালী : জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জৌতি খীসা ও অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর। টাঙ্গাইল : টাঙ্গাইল প্রেস ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাফর আহমেদ, কাজী জাকেরুল মওলা, গোলাম কিবরিয়া বড়মনি প্রমুখ। শরীয়তপুর : শহরের চৌরঙ্গি মোড়ে এসআইআইটি কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান। রাঙামাটি : জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া প্রমুখ। পিরোজপুর : জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রমুখ। নরসিংদী : নরসিংদীতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। পরে নরসিংদী প্রেসিডেন্সি কলেজ ক্যাম্পাসে আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. মোয়াজ্জেম হোসেন। কিশোরগঞ্জ : জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।  খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী। জামালপুর : শহরের তমালতলা মোড় থেকে জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়। নড়াইল : জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। ব্রাহ্মণবাড়িয়া : প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

সর্বশেষ খবর