বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুরের প্রবেশদ্বার বাবুরহাটে দৃষ্টিনন্দন ‘বঙ্গবন্ধু গেট’ নির্মাণ করা হয়েছে। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ‘বঙ্গবন্ধু গেট’টি উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অংশ নেবেন বলে চাঁদপুরবাসীর প্রত্যাশা। জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন বলেন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন সাপেক্ষে এই গেট নির্মাণ করা হচ্ছে। বঙ্গবন্ধু গেটের নকশা করেছেন স্থপতি ফুয়াদ হাসান তানভীর। জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ৭৫ লাখ টাকা ব্যয়ে এক বছর আগে এর নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে গেটটি শেষ পর্যায়ে ধোয়ামোছার কিছু কাজ চলছে। নির্মাণ কাজ শেষ হলে এটি হবে কয়েকটি জেলার মধ্যে আকর্ষণীয় ও সুন্দর একটি গেট। জেলার প্রবেশদ্বারে এ ধরনের গেট জেলার সৌন্দর্য বৃদ্ধিসহ নান্দনিক করে তুলেছে। যা সড়কের দুই পাশ থেকেই দেখতে একই রকম মনে হবে। চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী বলেন, গেটটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। গেটের দুই পাশে বঙ্গবন্ধুর চারটি ম্যুরাল আছে। এই গেটকে ঘিরে তুলে ধরা হয়েছে ১৯৬৬ সালের ৬ দফার গুরুত্ব। তখনই বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়। জাতির পিতা তাঁর জীবনের যৌবনে বাঙালির অধিকার আদায় করতে গিয়ে ১৩ বছর কারাগারে অন্তরীণ ছিলেন। যা এই গেটে কারাগারের অবিকল প্রতিচ্ছবি দৃশ্যমানসহ তাঁর পাঁচ সন্তানকে নিয়ে পাঁচটি স্তম্ভ নির্মাণ করা হয়। তুলে ধরা হয়েছে তখনকার অবয়ব। ওপরের ছাদ (আচ্ছাদন) যা মাতৃছায়া। যা দ্বারা বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবকে তুলে ধরা হয়েছে। জাতির পিতা কারান্তরীণ থাকাকালে বঙ্গমাতা সার্বক্ষণিক যোগাযোগ, নির্দেশনায় কর্মী ও সন্তানদের কাছে আন্দোলনে করণীয় পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন। ওচমান গনি আরও বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার ব্যতিক্রম কিছু করার। যা নতুন প্রজন্মসহ সারা দেশের মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই গেটটি দেখে বর্তমান ও আগামী প্রজন্ম শিক্ষা গ্রহণ করবে।
শিরোনাম
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
চাঁদপুরে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু গেট
নেয়ামত হোসেন, চাঁদপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর