শিবগঞ্জে অস্ত্র মামলায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় দেন। জানা গেছে, ২০১৬ সালের ১৩ মার্চ র্যাবের একটি দল শিবগঞ্জ উপজেলার জামালের আমবাগানে অভিযান চালিয়ে ৮টি পিস্তল ও ১৪০ রাউন্ড গুলিসহ আলাউদ্দিনকে গ্রেফতার করে।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. মোফাজ্জল হোসেন আলাউদ্দিনকে আসামি করে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক মো. মাসুদ রানা তদন্ত শেষে ২০১৬ সালের ১৩ এপ্রিল মো. আলাউদ্দিন ও মো. নাসিরকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে আদালতের বিচারক আলাউদ্দিনকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দন্ডিত করেন। অপর আসামি নাসিরকে বেকসুর খালাস প্রদান করা হয়।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        