শিরোনাম
শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

প্রতিদিন ডেস্ক

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যথাযোগ্য মর্যাদায় গতকাল পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস। ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এরপর স্বাধীনতা স্মৃতিসৗধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- বগুড়া : জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।  নন্দীগ্রাম উপজেলা পরিষদ সংবর্ধনা দেওয়া হয়েছে ৫৪ জন বীর মুক্তিযোদ্ধাকে। নীলফামারী : শহরের স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান প্রমুখ। চুয়াডাঙ্গা : সকালে চুয়াডাঙ্গা শহীদ স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম।  চাঁপাইনবাবগঞ্জ : জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসকের উপস্থিতিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ : শহরের শহীদ মুক্তিযোদ্ধা নামফলক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম প্রমুখ। নওগাঁ : শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে পু®পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া প্রমুখ। নাটোর :  শহরের স্বাধীনতা চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা। মেহেরপুর : শহীদ স্মৃতিস্তম্ভ ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ডা. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মুরাদ আলী প্রমুখ। মাগুরা : শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী, মুক্তিযোদ্ধা কমান্ডসহ  বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

সর্বশেষ খবর