শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সেতুর অভাবে জনদুর্ভোগ

কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ

সেতুর অভাবে জনদুর্ভোগ

কালীগঙ্গা নদীতে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার -বাংলাদেশ প্রতিদিন

সেতুর অভাবে জনদুর্ভোগ বাড়ছে মানিকগঞ্জের সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তায়। এ এলাকার কালীগঙ্গা নদীতে সেতু না থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন দক্ষিণাঞ্চলের লোকজন। শুকনো মৌসুমে খেয়া পারাপার হওয়া গেলেও বর্ষার সময় জীবনের ঝুঁকি নিয়েই পার হতে হয় এলাকাবাসীর। একটি সেতুর আশায় যুগ যুগ ধরে অপেক্ষা করছেন এলাকার মানুষ। সেতু না থাকার কারণে জেলা  শহরের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন এ অঞ্চলের লোকজন। এর ফলে শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য থেকে বঞ্চিত হচ্ছে এলাকার বাসিন্দারা। এ নদীতে সেতু নির্মিত হলে মানিকগঞ্জের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি হবে সেই সঙ্গে  ঝিটকা, হরিরামপুর হয়ে বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ সৃষ্টি হবে। ঘোস্তাহাট আগের অবস্থায় ফিরে আসবে বলে জানান এলাকার লোকজন। নদীর উত্তরাঞ্চলের কৃষক রাজ্জাক বলেন বৃষ্টির দিনে আমরা গোস্তাহাটে যাই না। তিনি বলেন বর্ষার সময় নদীর দুপাশের সংযোগ সড়ক বৃষ্টিতে একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পরে। নির্বাচন এলেই স্বপ্ন দেখি নদীতে একটি সেতু হবে। কিন্তু দিন যায় বছর যায় যুগ যায় নদীতে আর সেতু হয় না। স্থানীয় ব্যবসায়ী আবদুল জলিল বলেন নির্বাচন এলেই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করেন প্রার্থীরা। পরে আর ফিরেও তাকায় না। ঘোস্তাহাট কমিটির সাবেক সাধারণ সম্পাদক দিদার মাহমুদ প্রামাণিক বলেন ঐতিহ্যবাহী ঘোস্তাহাট ১৯৪৭ সালে প্রতিষ্ঠা হয়।

একসময় এ হাটে ধান, চাউল, পাট, বাস, কলাই, গমসহ সব ধরনের মালামাল বিক্রি হতো। এসব কারণে একটি সেতু নির্মাণ করা দরকার। ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষে সেতু করা সম্ভব নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর