আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। উন্নয়নের জাদুকর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দূরদর্শিতায় পদ্মা সেতু, মহাসড়ক, রেলপথসহ বড় বড় মেগা প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আর এ উন্নয়ন দেখে একাত্তরের পরাজিত শক্তি ঈর্ষান্বিত হয়ে গভীর ষড়যন্ত্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি বলেন, দেশের উন্নয়ন নিয়ে ষড়যন্ত্রকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। গতকাল দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে খরকা বিলের ওপর ব্রিজ নির্মাণ কাজ ও পাউবো নির্মিত যমুনা নদী তীর প্রতিরক্ষামূলক কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
উপস্থিত ছিলেন, পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ, উপবিভাগীয় প্রকৌশলী এম মাহমুদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী রমজান আলী, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        