মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

থানায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য আসন সংরক্ষিত

নীলফামারী প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে নীলফামারী ছয় থানায় আসন (চেয়ার) সংরক্ষিত করে রাখা হয়েছে। যে চেয়ারে শুধু থানায় আসা বীর মুক্তিযোদ্ধারা বসতে পারবেন। এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান এবং রাজনৈতিক নেতা। থানায় গিয়ে দেখা গেছে ওসির চেয়ারের ডানদিকে একটি চেয়ার রাখা হয়েছে। যার পাশে দেয়ালে লিখে রাখা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত আসন। ওসি আবদুর রউপ জানান, আমি ওসির চেয়ারে। এটি সম্ভব হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের কারণে। তারা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের প্রিয় দেশ ‘বাংলাদেশ’ দিয়েছেন। তাদের সম্মান জানানোর জন্য ওসির রুমে জায়গা করে দিতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।

তারা সব সময় শ্রদ্ধার পাত্র। তিনি বলেন, শুধু একজন নয় নির্দিষ্ট করনের জায়গায় একাধিক বীর মুক্তিযোদ্ধা বসতে পারবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা কমিটির আহ্‌বায়ক হাফিজুর রশিদ মঞ্জু বলেন, আমরা গর্বিত এই ব্যবস্থা দেখে। এমন উদ্যোগের জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ নীলফামারী জেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার কান্তি ভূষণ কুন্ডু বলেন, এই বদান্যতায় আমরা অভিভূত। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় রয়েছেন বলে এটি সম্ভব হয়েছে। জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ শ্রদ্ধার পাত্র। বাংলাদেশ পুলিশেও মুক্তিযুদ্ধভিত্তিক নানা কার্যক্রম দেখতে পাচ্ছি। যা প্রশংসিত হচ্ছে। পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, শুধু নীলফামারী সদর থানা নয় অন্য পাঁচ থানায়ও এটি করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান দিতে পেরেছি, এতে পুলিশ সদস্য হিসেবে গর্ববোধ করি। বীর মুক্তিযোদ্ধাগণের পুলিশিং সংক্রান্ত যে কোনো কাজ সবার আগে সম্পন্ন করে দেওয়া হয়।

সর্বশেষ খবর