বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বোরোধানের বাম্পার ফলন

মানিকগঞ্জ প্রতিনিধি

বোরোধানের বাম্পার ফলন

মানিকগঞ্জে এবার বোরোধানের বাম্পার ফলন হয়েছে। বোরোর আবাদও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গতবারের চেয়ে ৬০০ হেক্টর বেশি  জমিতে এবার বোরো আবাদ হয়েছে। জেলায় এ বছর  ৪৭ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চাষাবাদের অনুকূল পরিবেশ থাকায় লক্ষামাত্রার চেয়েও ৬০০ হেক্টের বেশি জমিতে আবাদ হয়েছে বোরো। ৩ লাখ ৩৬ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। গতকাল সকালে মানিকগঞ্জ পৌর এলাকার রহমতপুরে কৃষক মুরাদ হোসেন সেলিমের জমিতে ধান কাটা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর