বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

গাইবান্ধা জেনারেল হাসপাতালে বসানো হচ্ছে অক্সিজেন প্লান্ট

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেনারেল হাসপাতালে করোনা পরিস্থিতির কথা ভেবে দ্রুত এগিয়ে চলছে অক্সিজেন প্লান্ট নির্মাণের কাজ। আগামী এক মাসের মধ্যে তা হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। কিন্তু হাসপাতালটিতে চিকিৎসক সংকট থাকায় এই প্লান্ট কাজে লাগানো যাবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন খোদ ডাক্তাররা। এ হাসপাতালে ৪২টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৮ জন চিকিৎসক। সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০০ শয্যার এই হাসপাতালে নতুন যে ভবন তৈরি হচ্ছে তার পাশেই অক্সিজেন প্লান্ট বসানোর কাজ চলছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মেহেদী ইকবাল বলেন, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করতে অক্সিজেন প্লান্ট বসানোর কাজ এমনিতেই চলছিল। করোনা পরিস্থিতিতে কাজ দ্রুত শেষ করে আমাদের কাছে হস্তান্তর করা হবে। হাসপাতালের প্রতিটি বেডেই অক্সিজেন সংযোগ দেওয়ার কাজ শেষ পর্যায়ে। তবে দীর্ঘদিন থেকে মেডিসিন বিশেষজ্ঞ না থাকায় এটি কাজে লাগানো নিয়ে সমস্যায় পড়তে হবে।

সর্বশেষ খবর