শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত

বাগেরহাট প্রতিনিধি

করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য বাগেরহাটের সব মসজিদে জুম্মাবাদ বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৯টি উপজেলার সব মসজিদে এই বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া, সন্ধ্যায় জেলার মন্দির ও গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটের জেলা কালেক্টরেটের মসজিদে বিশেষ দোয়ায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা প্রশাসনের মিডিয়া সেল ও জেলা প্রশাসকের পাতায় স্ট্যাটাস দিয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক ফয়জুল হক বলেন, এখনো বাগেরহাটে কোন বৃষ্টির দেখা নেই। দক্ষিণের জেলা বাগেরহাটে বৃষ্টিপাত না হওয়ায় প্রচন্ড দাবাদহে জনমনে নাভিশ্বাস উঠে গেছে। একদিকে, প্রচন্ড দাবাদহ অন্যদিকে মরণব্যাধি করোনাভাইরাসের সংক্রমণ। এসব কারণে সবাই এক ধরনের আতঙ্কের মধ্যে দিন পার করছি। সে কারণে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সব মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর