বুধবার, ৫ মে, ২০২১ ০০:০০ টা

পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বায়েজীদ বোস্তামী থানার এসআই ছোটন শর্মার বিরুদ্ধে চাঁদাবাজি, হয়রানি এবং ব্যাকমেইলিংয়ের অভিযোগ করেছেন এক গার্মেন্ট ব্যবসায়ী। গতকাল সিএমপি কমিশনার ও উত্তর জোনের উপ-কমিশনারের কাছে ভুক্তভোগী মোহাম্মদ সুমন এ অভিযোগ করেন। সিএমপির উপ-কমিশনার উত্তর মোখলেসুর রহমান বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। এতে পুলিশ সদস্যের কোনো দোষ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকালে নগরীর অক্সিজেন মোড় ক্রস করার সময় এক ট্রাফিক পুলিশ সুমনের গাড়ি থামানোর জন্য সিগনাল দেন। চালক ব্রেক করলে পেছন থেকে অপর একটি গাড়ি ধাক্কা দেয়। ট্রাফিক সদস্য তখন ওই গাড়ির চালককে কিছু না বলে উল্টো তার সঙ্গে অশালীন আচরণ করতে থাকেন। একপর্যায়ে এসআই ছোটন শর্মা এসে মোবাইল ফোন কেড়ে নিয়ে টেনেহিঁচড়ে শারীরিকভাবে নাজেহাল করেন। পরে পুলিশ বক্সে নিয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। তাৎক্ষণিক ৫ হাজার টাকা দিয়ে তিনি রক্ষা পান। অভিযুক্ত এসআই ছোটন শর্মা বলেন, এ ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। তিনি ওই ব্যবসায়ীকে সাহায্য করেছেন।

 

সর্বশেষ খবর