চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিন যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। এছাড়া মানিকগঞ্জ, দিনাজপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : গতকাল দুপুরে বাঁশখালীর উপজেলার বৈলগাঁও এলাকায় ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বাঁশখালীমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই যাত্রী। মানিকগঞ্জ : গতকাল ঘিওর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। সকালে উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রুবেল হোসেন ও মাগুরার নূরে আলম। দিনাজপুর : দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরের রাণীবন্দর ইছামতি কলেজ মোড়ে গতকাল ভোরে ট্রাক ও ট্রাক্টর সংঘর্ষে ট্রাকচালক ও ট্রাক্টরের হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার নারেন্দা গ্রামের ট্রাকচালক বাদল মিয়া (৩৫) ও হেলপার কাহারোল উপজেলার এরশাদ আলী (৪৫)। চুয়াডাঙ্গা : সদর উপজেলার পীরপুর গ্রামে গতকাল দুপুরে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর ধাক্কায় সাদিয়া (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সাদিয়া উপজেলার গাইদঘাট গ্রামের সবুজের মেয়ে। সাতক্ষীরা : কালিগঞ্জে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী আরতী দাস (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতা প্যারামেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরতী দাসের স্বামী নিমাদই দাস, ছেলে আশিক ও আবির আহত হন। হতাহতদের বাড়ি কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে। আহতদের নলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ : সলঙ্গায় ট্রাকের ধাক্কায় মোকাদ্দেস মন্ডল (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকাদ্দেস হাটিকুমরুল সমবায় পাম্পের মিটারম্যান। তিনি হাটিপাড়া গ্রামের গোনজের আলী মন্ডলের ছেলে।
শিরোনাম
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
সড়কে মা-মেয়েসহ ৯ জনের প্রাণহানি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর