চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিন যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। এছাড়া মানিকগঞ্জ, দিনাজপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : গতকাল দুপুরে বাঁশখালীর উপজেলার বৈলগাঁও এলাকায় ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বাঁশখালীমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই যাত্রী। মানিকগঞ্জ : গতকাল ঘিওর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। সকালে উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রুবেল হোসেন ও মাগুরার নূরে আলম। দিনাজপুর : দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরের রাণীবন্দর ইছামতি কলেজ মোড়ে গতকাল ভোরে ট্রাক ও ট্রাক্টর সংঘর্ষে ট্রাকচালক ও ট্রাক্টরের হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার নারেন্দা গ্রামের ট্রাকচালক বাদল মিয়া (৩৫) ও হেলপার কাহারোল উপজেলার এরশাদ আলী (৪৫)। চুয়াডাঙ্গা : সদর উপজেলার পীরপুর গ্রামে গতকাল দুপুরে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর ধাক্কায় সাদিয়া (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সাদিয়া উপজেলার গাইদঘাট গ্রামের সবুজের মেয়ে। সাতক্ষীরা : কালিগঞ্জে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী আরতী দাস (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতা প্যারামেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরতী দাসের স্বামী নিমাদই দাস, ছেলে আশিক ও আবির আহত হন। হতাহতদের বাড়ি কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে। আহতদের নলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ : সলঙ্গায় ট্রাকের ধাক্কায় মোকাদ্দেস মন্ডল (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকাদ্দেস হাটিকুমরুল সমবায় পাম্পের মিটারম্যান। তিনি হাটিপাড়া গ্রামের গোনজের আলী মন্ডলের ছেলে।
শিরোনাম
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- ফের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপালে নয়, নরসিংদীতে: আবহাওয়া অফিস
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
সড়কে মা-মেয়েসহ ৯ জনের প্রাণহানি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর