চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিন যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। এছাড়া মানিকগঞ্জ, দিনাজপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : গতকাল দুপুরে বাঁশখালীর উপজেলার বৈলগাঁও এলাকায় ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বাঁশখালীমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই যাত্রী। মানিকগঞ্জ : গতকাল ঘিওর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। সকালে উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রুবেল হোসেন ও মাগুরার নূরে আলম। দিনাজপুর : দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরের রাণীবন্দর ইছামতি কলেজ মোড়ে গতকাল ভোরে ট্রাক ও ট্রাক্টর সংঘর্ষে ট্রাকচালক ও ট্রাক্টরের হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার নারেন্দা গ্রামের ট্রাকচালক বাদল মিয়া (৩৫) ও হেলপার কাহারোল উপজেলার এরশাদ আলী (৪৫)। চুয়াডাঙ্গা : সদর উপজেলার পীরপুর গ্রামে গতকাল দুপুরে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর ধাক্কায় সাদিয়া (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সাদিয়া উপজেলার গাইদঘাট গ্রামের সবুজের মেয়ে। সাতক্ষীরা : কালিগঞ্জে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী আরতী দাস (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতা প্যারামেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরতী দাসের স্বামী নিমাদই দাস, ছেলে আশিক ও আবির আহত হন। হতাহতদের বাড়ি কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে। আহতদের নলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ : সলঙ্গায় ট্রাকের ধাক্কায় মোকাদ্দেস মন্ডল (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকাদ্দেস হাটিকুমরুল সমবায় পাম্পের মিটারম্যান। তিনি হাটিপাড়া গ্রামের গোনজের আলী মন্ডলের ছেলে।
শিরোনাম
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
সড়কে মা-মেয়েসহ ৯ জনের প্রাণহানি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর