চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিন যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। এছাড়া মানিকগঞ্জ, দিনাজপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : গতকাল দুপুরে বাঁশখালীর উপজেলার বৈলগাঁও এলাকায় ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বাঁশখালীমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই যাত্রী। মানিকগঞ্জ : গতকাল ঘিওর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। সকালে উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রুবেল হোসেন ও মাগুরার নূরে আলম। দিনাজপুর : দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরের রাণীবন্দর ইছামতি কলেজ মোড়ে গতকাল ভোরে ট্রাক ও ট্রাক্টর সংঘর্ষে ট্রাকচালক ও ট্রাক্টরের হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার নারেন্দা গ্রামের ট্রাকচালক বাদল মিয়া (৩৫) ও হেলপার কাহারোল উপজেলার এরশাদ আলী (৪৫)। চুয়াডাঙ্গা : সদর উপজেলার পীরপুর গ্রামে গতকাল দুপুরে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর ধাক্কায় সাদিয়া (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সাদিয়া উপজেলার গাইদঘাট গ্রামের সবুজের মেয়ে। সাতক্ষীরা : কালিগঞ্জে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী আরতী দাস (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতা প্যারামেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরতী দাসের স্বামী নিমাদই দাস, ছেলে আশিক ও আবির আহত হন। হতাহতদের বাড়ি কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে। আহতদের নলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ : সলঙ্গায় ট্রাকের ধাক্কায় মোকাদ্দেস মন্ডল (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকাদ্দেস হাটিকুমরুল সমবায় পাম্পের মিটারম্যান। তিনি হাটিপাড়া গ্রামের গোনজের আলী মন্ডলের ছেলে।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
সড়কে মা-মেয়েসহ ৯ জনের প্রাণহানি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর