চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিন যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। এছাড়া মানিকগঞ্জ, দিনাজপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : গতকাল দুপুরে বাঁশখালীর উপজেলার বৈলগাঁও এলাকায় ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বাঁশখালীমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই যাত্রী। মানিকগঞ্জ : গতকাল ঘিওর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। সকালে উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রুবেল হোসেন ও মাগুরার নূরে আলম। দিনাজপুর : দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরের রাণীবন্দর ইছামতি কলেজ মোড়ে গতকাল ভোরে ট্রাক ও ট্রাক্টর সংঘর্ষে ট্রাকচালক ও ট্রাক্টরের হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার নারেন্দা গ্রামের ট্রাকচালক বাদল মিয়া (৩৫) ও হেলপার কাহারোল উপজেলার এরশাদ আলী (৪৫)। চুয়াডাঙ্গা : সদর উপজেলার পীরপুর গ্রামে গতকাল দুপুরে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর ধাক্কায় সাদিয়া (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সাদিয়া উপজেলার গাইদঘাট গ্রামের সবুজের মেয়ে। সাতক্ষীরা : কালিগঞ্জে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী আরতী দাস (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতা প্যারামেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরতী দাসের স্বামী নিমাদই দাস, ছেলে আশিক ও আবির আহত হন। হতাহতদের বাড়ি কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে। আহতদের নলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ : সলঙ্গায় ট্রাকের ধাক্কায় মোকাদ্দেস মন্ডল (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকাদ্দেস হাটিকুমরুল সমবায় পাম্পের মিটারম্যান। তিনি হাটিপাড়া গ্রামের গোনজের আলী মন্ডলের ছেলে।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?