মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

সোনাহাট স্থলবন্দরে ছয় দিন আমদানি রপ্তানি বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরে ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী সোনাহাট স্থলবন্দর দিয়ে সোমবার (১০ মে) থেকে ১৫ মে পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। বন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল গত রবিবার এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ১৬ মে থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, ভারতে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারত-বাংলাদেশ বেশকিছু সীমান্ত সাময়িক বন্ধ রাখলেও সোনাহাট দিয়ে আমদানি-রপ্তানি চালু থাকে। প্রতিদিন এক থেকে ১৫০ ট্রাক পণ্য নিয়ে এ বন্দর হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এসব ট্রাক চালকের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা না থাকায় বন্দরটি করোনা ঝুঁকিতে রয়েছে। যদিও স্থানীয় প্রশাসন একটি মেডিকেল টিম দিয়ে কাজ করছে তবুও।

সর্বশেষ খবর