শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

সড়কে ঝরল ১১ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল ১১ প্রাণ

সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, নওগাঁ, নীলফামারী, রাজশাহী ও সিলেটে ১১ জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের আলীনগর গ্রামে গতকাল সকালে পিকআপ ও মাইক্রোবাস সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এর একজন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার রণি খন্দকার (১৩)। অন্যজনের পরিচয় মেলেনি। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুর এলাকায় সেতুর রেলিং ভেঙে লবণবোঝাই একটি ট্রাক খালে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত দুলাল (৪৪) শেরপুরের শ্রবরদী উপজেলার টাঙ্গরপাড়া এলাকার বাসিন্দা। তিনি আশুগঞ্জ-আখাউড়া চারলেন প্রকল্পের শ্রমিক ছিলেন।

কক্সবাজার : গতকাল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিকআপ ও মোটারসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন কুমিল্লার কোতোয়ালি কাপটন বাজার এলাকার বোরহান উদ্দিন বিপু (২৩) ও মিশর আহমদের মেয়ে তাবাচ্ছুম মারিয়া জুঁই (১৫)।

নওগাঁ : বদলগাছীতে ধানবোঝাই ভটভটি উল্টে পুকুরে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। চালক গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার ভগবানপুর গ্রামের আবদুল মজিদ (২৮) ও কাশিমালা গ্রামের লিটন হোসেন (৩৬)। বৃহস্পতিবার রাতে চকদৌলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নীলফামারী : বৃহস্পতিবার রাতে সৈয়দপুর বাইপাস বসুনিয়া মোড়ে মাইক্রোবাসের ধাক্কায় সুরাইয়া আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুসহ চারজন। সুরাইয়া চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর দোবারিপাড়া গ্রামের জামাল হোসেনের মেয়ে। এদিকে গতকাল সকালে ডোমারের শেওটগাড়ী এলাকায় ধান মাড়াই গাড়ির ধাক্কায় মিলন রায় সনু (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সনু শালমারা এলাকার দীপকচন্দ্র রায়ের ছেলে।

রাজশাহী : গতকাল ভোরে পবা উপজেলার নতুন কসবা গ্রামে একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ইমান আলী (৩৫) মারা যান। আহত হয়েছেন চালক। ইমান আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।

সিলেট : সিলেটে হাসপাতাল থেকে চাচাতো বোনের লাশ নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় বায়েজিদ আহমদ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমার হাজরাই এলাকায় এ ঘটনা ঘটে। বায়েজিদ দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারের পুরানগাঁও এলাকার সুনু মিয়ার ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর