শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

নওগাঁয় আমের বাম্পার ফলন

বাবুল আখতার রানা, নওগাঁ

নওগাঁয় আমের বাম্পার ফলন

বরেন্দ্র জেলা নওগাঁয় গত বছর থেকে চলতি বছর ১ হাজার ৭৫ হেক্টর বেশি জমিতে আমের বাগান গড়ে উঠেছে। কৃষি বিভাগের মতে ফলনও হয়েছে বাম্পার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামসুল ওয়াদুদ জানান, গত মৌসুমে জেলায় মোট আমের বাগান ছিল ২৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে। আর এ বছর বাগান সৃজিত হয়েছে ২৫ হাজার ৮৫০ হেক্টর জমি। উপজেলাভিত্তিক আমবাগানের পরিমাণ হচ্ছে- নওগাঁ সদর উপজেলায় ৪৪০ হেক্টর, রানীনগর উপজেলায় ৩৫ হেক্টর, আত্রাই উপজেলায় ১২০ হেক্টর, বদলগাছি উপজেলায় ৩৩৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৬২৫ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৩ হাজার ১৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৬৭৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৮ হাজার ৫২৫ হেক্টর, পোরশা উপজেলায় ১০ হাজার ৫৫০ হেক্টর, মান্দা উপজেলায় ৪০০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ১৩০ হেক্টর। জেলায় এ বছর গুটি আম, গোপালভোগ, রানী পছন্দ, ক্ষীরশাপাতি, হিমসাগর, নাক ফজলি, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, আশ্বিনা, বারী-৪ এবং ঝিনুক জাতের আম উৎপাদিত হয়েছে বেশি। গত বছরের হিসাব অনুযায়ী চলতি মৌসুমে হেক্টরপ্রতি গড়ে ১২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে জেলায় এ বছর মোট আম উৎপাদনের পরিমাণ প্রত্যাশা করা হচ্ছে ৩ লাখ ১০ হাজার ২০০ মেট্রিক টন। গড়ে প্রতি কেজি আম ৫০ টাকা হিসেবে উৎপাদিত আমের মোট বিক্রীত অর্থের পরিমাণ হচ্ছে ১ হাজার ৫৫১ কোটি টাকা। তিনি আরও বলেন, যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে চলতি বছর বাস্তবতা এর চেয়েও অধিক পরিমাণ আম উৎপাদনের প্রত্যাশা রয়েছে। কারণ এ বছর তেমন ঝড় হয়নি। ফলে আমের তেমন ক্ষতি হয়নি। কাজেই ধার্যকৃত লক্ষ্যমাত্রার থেকে বেশি আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এদিকে জেলায় গত ২০ মে থেকে আনুষ্ঠানিকভাবে আম ভাঙা শুরু হয়েছে। এ ছাড়া ২৭ মে থেকে গোপালভোগ ও রানী পছন্দ আম, ২ জুন থেকে ক্ষীরশাপাতি ও হিমসাগর, ৪ জুন থেকে নাক ফজলি, ১০ জুন থেকে ল্যাংড়া, ২০ জুন থেকে ফজলি, ২২ জুন থেকে আম্রপালি, ৮ জুলাই থেকে আশ্বিনা, বারী-৪ ও ঝিনুক জাতের আম ভাঙা শুরু হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর