বরেন্দ্র জেলা নওগাঁয় গত বছর থেকে চলতি বছর ১ হাজার ৭৫ হেক্টর বেশি জমিতে আমের বাগান গড়ে উঠেছে। কৃষি বিভাগের মতে ফলনও হয়েছে বাম্পার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামসুল ওয়াদুদ জানান, গত মৌসুমে জেলায় মোট আমের বাগান ছিল ২৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে। আর এ বছর বাগান সৃজিত হয়েছে ২৫ হাজার ৮৫০ হেক্টর জমি। উপজেলাভিত্তিক আমবাগানের পরিমাণ হচ্ছে- নওগাঁ সদর উপজেলায় ৪৪০ হেক্টর, রানীনগর উপজেলায় ৩৫ হেক্টর, আত্রাই উপজেলায় ১২০ হেক্টর, বদলগাছি উপজেলায় ৩৩৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৬২৫ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৩ হাজার ১৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৬৭৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৮ হাজার ৫২৫ হেক্টর, পোরশা উপজেলায় ১০ হাজার ৫৫০ হেক্টর, মান্দা উপজেলায় ৪০০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ১৩০ হেক্টর। জেলায় এ বছর গুটি আম, গোপালভোগ, রানী পছন্দ, ক্ষীরশাপাতি, হিমসাগর, নাক ফজলি, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, আশ্বিনা, বারী-৪ এবং ঝিনুক জাতের আম উৎপাদিত হয়েছে বেশি। গত বছরের হিসাব অনুযায়ী চলতি মৌসুমে হেক্টরপ্রতি গড়ে ১২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে জেলায় এ বছর মোট আম উৎপাদনের পরিমাণ প্রত্যাশা করা হচ্ছে ৩ লাখ ১০ হাজার ২০০ মেট্রিক টন। গড়ে প্রতি কেজি আম ৫০ টাকা হিসেবে উৎপাদিত আমের মোট বিক্রীত অর্থের পরিমাণ হচ্ছে ১ হাজার ৫৫১ কোটি টাকা। তিনি আরও বলেন, যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে চলতি বছর বাস্তবতা এর চেয়েও অধিক পরিমাণ আম উৎপাদনের প্রত্যাশা রয়েছে। কারণ এ বছর তেমন ঝড় হয়নি। ফলে আমের তেমন ক্ষতি হয়নি। কাজেই ধার্যকৃত লক্ষ্যমাত্রার থেকে বেশি আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এদিকে জেলায় গত ২০ মে থেকে আনুষ্ঠানিকভাবে আম ভাঙা শুরু হয়েছে। এ ছাড়া ২৭ মে থেকে গোপালভোগ ও রানী পছন্দ আম, ২ জুন থেকে ক্ষীরশাপাতি ও হিমসাগর, ৪ জুন থেকে নাক ফজলি, ১০ জুন থেকে ল্যাংড়া, ২০ জুন থেকে ফজলি, ২২ জুন থেকে আম্রপালি, ৮ জুলাই থেকে আশ্বিনা, বারী-৪ ও ঝিনুক জাতের আম ভাঙা শুরু হবে।
শিরোনাম
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
- রাজধানীর সবুজবাগ থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১
নওগাঁয় আমের বাম্পার ফলন
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর