রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা

বৃষ্টির জন্য বিশেষ দোয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে বেশিরভাগ পুকুর ও খাল বর্তমানে শুকিয়ে গেছে। গত কয়েকদিনের তীব্র তাপদাহে চরম অস্বস্তিতে রয়েছে জেলার সাধারণ মানুষ। সবচাইতে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন চরাঞ্চলবাসী। হুমকির মুখে রয়েছে জীববৈচিত্র্য। গতকাল সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের মুনছুর আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এসময় মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে বৃষ্টির জন্য কান্না করে স্থানীয় শত শত মানুষ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তাহের। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ কয়েকমাস জেলার বেশিরভাগ এলাকায় অবস্থিত বড় বড় পুকুর, জলাশয়, খালগুলো শুকিয়ে পানি সংকট তৈরি হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর