বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

লকডাউনে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত ৭ দিনের লকডাউন গতকাল  সকাল থেকে শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ জন। লকডাউনের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। পণ্যবাহী ট্রাক বা যানবাহন ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে ওষুধ, মুদিখানা দোকান ছাড়া বিভিন্ন দোকানপাট বন্ধ রয়েছে।

সকাল থেকে মেঘলা আকাশ ও থেমে থেমে হালকা বৃষ্টির কারণে রাস্তায় সাধারণ মানুষের চলাচল তেমন চোখে পড়ার মতো নয়। তবে অনেকেই লকডাউনের খবর না জানায় শহরে এসে বেকায়দায় পড়েন। দীর্ঘপথ পায়ে হেঁটে জেলার বাইরে গিয়ে দেশের বিভিন্ন স্থানে পাড়ি জমান। এদিকে লকডাউন কঠোরভাবে কার্যকরে সকাল থেকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্র্রেট ও পুলিশ মাঠে তৎপর রয়েছে। শহরের ২৭টি স্থানে পুলিশ চেকপোষ্ট বসানো হয়েছে। জরুরি কোনো কারণ ছাড়া চলাচলকারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করার পর ফিরিয়ে দেওয়া হচ্ছে। শহরে পুলিশের টহল টিমও রয়েছে। এদিকে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ২০২ জনের করোনার নমুনা পরীক্ষায় ৮২ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এছাড়া গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বলেও জানান তিনি। অপরদিকে জেলা হাসপাতালের আরএমও ডা. জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে জেলায় প্রায় সাড়ে ৩০০ করোনা আক্রান্ত রোগী রয়েছেন। জেলা হাসপাতালে ১৯ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে একজন ভারতীয় ফেরত যাত্রী রয়েছেন বলে জানান তিনি। অপরদিকে জেলায় যেভাবে কঠোর লকডাউন পালন হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে জেলায় করোনা পরিস্থিতি উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জে দিন দিন করোনার সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে জেলা জুড়ে গতকাল থেকে আগামী এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সর্বশেষ খবর