শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

নেত্রকোনায় সালিশ বৈঠকে সংঘর্ষ আহত ১২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় গরুর ঘাস কাটা নিয়ে সৃষ্ট বিরোধ মিটাতে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ জন। উপজেলার দুওজ ইউনিয়নের মোগলহাট্টা গ্রামে গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, গত শুক্রবার মোগলহাট্টা গ্রামের সাদেকের ছেলে মাজাহারুল গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় একই গ্রামের আলতু মিয়ার জমির ধান কেটে ফেলে সে। এ নিয়ে আলতু মিয়া মাজাহারুলকে থাপ্পড় দেন। ঘটনার তিন দিন পর বিষয়টি নিয়ে থানায় যায় উভয়পক্ষ। পরে মাতব্বররা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন।

গতকাল সকালে সালিশ বসে। এক পক্ষ রায় মানেনি। পুনরায় বিকালে সালিশ ডাকা হয়। সালিশে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন মাজাহারুল। বৈঠকের শেষদিকে আলতু মিয়ার বাড়িতে মাজাহারুলরা হামলা চালায়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে দুজনের আশঙ্কাজনক।

সর্বশেষ খবর