গাজীপুরের কালিয়াকৈরে স্বামীকে তালাক দেওয়ায় গার্মেন্ট কর্মী আরজিনাকে (৩৩) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রতনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়রা জানান, চার মাস আগে আরজিনাকে ভালোবেসে বিয়ে করেন রতন। কয়েকদিন পর আরজিনা জানতে পারেন রতনের সঙ্গে এক মেয়ের অবৈধ সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জেরে আরজিনা গত বুধবার কাজী অফিসে গিয়ে রতনকে তালাক দেন। তালাকের বিষয়টি মোবাইল ফোনে রতনকে জানিয়ে বাসার উদ্দেশে রওনা হন। এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি ধারালো ছুরি নিয়ে মৌচাক বাজারে আসেন। মৌচাক সুফিয়া হাসপাতালের সামনে আরজিনার পথরোধ করে পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এলাকাবাসী আরজিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং রতনকে ছুরিসহ আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। দুই দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে আরজিনা মারা যান। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।