লক্ষ্মীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এর সড়কগুলো এখন বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জেলার ৫টি উপজেলায় ১১০৪টি পাকা ও আংশিক পাকা সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বেড়েছে জনদুর্ভোগ। এসব সড়কের কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। চলমান বর্ষায় বৃষ্টির পানি আর কাদা মাটির মাখামাখিতে হেলে-দুলে চলছে যানবাহন, প্রতিনিয়ত নানা দুর্ঘটনাও ঘটছে এসব সড়কে। ঝুঁকি নিয়ে চলাচলে বিপন্ন হয়ে উঠেছে জনজীবন, নাভিশ^াসে জেলার প্রায় ১৮ লাখ মানুষ। এদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন গ্রামীণ এসব সড়ক সংস্কারের যে চাহিদা রয়েছে এর তুলনায় সরকারের বরাদ্দ অনেক কম হওয়ায় দুর্ভোগের স্বীকার হচ্ছেন মানুষ। স্থানীয় এলাকাবাসী ও এলজিইডি সূত্রে জানা যায়, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর মাদ্রাসা (আরএসডি টু আরএসডি) সড়কটি ২০০৯ সালে কোটি টাকা ব্যায়ে পাকা করণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় ৫ কিলোমিটারের এ সড়কটি স্থানীয় মজু চৌধুরীর হাট ফেরি ঘাট-জেলা শহরের বাস টার্মিনাল ও রামগতির সঙ্গে সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। সড়ক নির্মাণের পর থেকে আর কোনো সংস্কার কাজ হয়নি। এতে করে বর্তমানে পুরো সড়কের কার্পেটিং উঠে গেছে। ফলে পিচ ঢালাইয়ের রাস্তায় এখন লাল আবরণের ইটের বিক্ষিপ্ত কণা আর বালির দেখা মেলে সর্বত্র। ভারী যানবাহন চলাচলে বর্ষায় বৃষ্টির পানিতে কাদামাটি ও পানিতে মাখামাখি হয়ে রাস্তাজুড়ে অসংখ্যছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে এখন। এতে বর্তমানে চলাচলের অনুপোযোগী হয়ে উঠেছে এ সড়কটি। ফলে দুর্ভোগ বেড়েছে যাত্রী সাধারণ ও স্থানীয়দের। প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে বলে জানান যাত্রীসহ সাধারণ বাসিন্দারা। শুধু এ সড়কটিই নয় একই এলাকার পশ্চিম টুমচর থেকে পানা মিয়া হাজী বাড়ী সড়ক, টুমচর ইউনিয়ন পরিষদ থেকে আইয়ুব আলী ব্রিজ সড়ক, টুমচর বাজার থেকে কালিরচর বাজার সড়কসহ জেলার ৫টি উপজেলার প্রতিটি ইউনিয়নে এলজিইডির অধিকাংশ সড়কের এমন বেহাল অবস্থা। এলজিইডির তথ্য মতে জেলার ৫টি উপজেলায় মোট ১ হাজার ২৪৮টি পাকা ও আংশিক পাকা সড়ক রয়েছে এলজিইডির। চলতি বছর সংস্কার করা হয়েছে ১৪৪টি সড়কের। বাকি সড়কগুলো একেবারেই জরাজীর্ণ ও নাজুক অবস্থায় রয়েছে। এসব সড়ক দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ায় বিপন্ন হয়ে উঠেছে জনজীবন। নাভিশ^াসে রয়েছে জেলার প্রায় ১৮ লাখ মানুষ। সরকারের কাছে এসব সড়ক সংস্কারের দাবি জানান স্থানীয়রা। এ ব্যাপারে লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহআলম পাটোয়ারী জানান, সরকারের বরাদ্দ স্বল্পতার কারণ ও দীর্ঘদিন সংস্কারের অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাহিদা অনুযায়ী প্রতিবছর বরাদ্ধ আসছে অনেক কম। এতে করে জনগুরুত্বপূর্ণ বিবেচনার ভিত্তিতে পর্যায়ক্রমে রাস্তাগুলো সংস্কারে কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর