লক্ষ্মীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এর সড়কগুলো এখন বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জেলার ৫টি উপজেলায় ১১০৪টি পাকা ও আংশিক পাকা সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বেড়েছে জনদুর্ভোগ। এসব সড়কের কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। চলমান বর্ষায় বৃষ্টির পানি আর কাদা মাটির মাখামাখিতে হেলে-দুলে চলছে যানবাহন, প্রতিনিয়ত নানা দুর্ঘটনাও ঘটছে এসব সড়কে। ঝুঁকি নিয়ে চলাচলে বিপন্ন হয়ে উঠেছে জনজীবন, নাভিশ^াসে জেলার প্রায় ১৮ লাখ মানুষ। এদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন গ্রামীণ এসব সড়ক সংস্কারের যে চাহিদা রয়েছে এর তুলনায় সরকারের বরাদ্দ অনেক কম হওয়ায় দুর্ভোগের স্বীকার হচ্ছেন মানুষ। স্থানীয় এলাকাবাসী ও এলজিইডি সূত্রে জানা যায়, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর মাদ্রাসা (আরএসডি টু আরএসডি) সড়কটি ২০০৯ সালে কোটি টাকা ব্যায়ে পাকা করণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় ৫ কিলোমিটারের এ সড়কটি স্থানীয় মজু চৌধুরীর হাট ফেরি ঘাট-জেলা শহরের বাস টার্মিনাল ও রামগতির সঙ্গে সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। সড়ক নির্মাণের পর থেকে আর কোনো সংস্কার কাজ হয়নি। এতে করে বর্তমানে পুরো সড়কের কার্পেটিং উঠে গেছে। ফলে পিচ ঢালাইয়ের রাস্তায় এখন লাল আবরণের ইটের বিক্ষিপ্ত কণা আর বালির দেখা মেলে সর্বত্র। ভারী যানবাহন চলাচলে বর্ষায় বৃষ্টির পানিতে কাদামাটি ও পানিতে মাখামাখি হয়ে রাস্তাজুড়ে অসংখ্যছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে এখন। এতে বর্তমানে চলাচলের অনুপোযোগী হয়ে উঠেছে এ সড়কটি। ফলে দুর্ভোগ বেড়েছে যাত্রী সাধারণ ও স্থানীয়দের। প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে বলে জানান যাত্রীসহ সাধারণ বাসিন্দারা। শুধু এ সড়কটিই নয় একই এলাকার পশ্চিম টুমচর থেকে পানা মিয়া হাজী বাড়ী সড়ক, টুমচর ইউনিয়ন পরিষদ থেকে আইয়ুব আলী ব্রিজ সড়ক, টুমচর বাজার থেকে কালিরচর বাজার সড়কসহ জেলার ৫টি উপজেলার প্রতিটি ইউনিয়নে এলজিইডির অধিকাংশ সড়কের এমন বেহাল অবস্থা। এলজিইডির তথ্য মতে জেলার ৫টি উপজেলায় মোট ১ হাজার ২৪৮টি পাকা ও আংশিক পাকা সড়ক রয়েছে এলজিইডির। চলতি বছর সংস্কার করা হয়েছে ১৪৪টি সড়কের। বাকি সড়কগুলো একেবারেই জরাজীর্ণ ও নাজুক অবস্থায় রয়েছে। এসব সড়ক দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ায় বিপন্ন হয়ে উঠেছে জনজীবন। নাভিশ^াসে রয়েছে জেলার প্রায় ১৮ লাখ মানুষ। সরকারের কাছে এসব সড়ক সংস্কারের দাবি জানান স্থানীয়রা। এ ব্যাপারে লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহআলম পাটোয়ারী জানান, সরকারের বরাদ্দ স্বল্পতার কারণ ও দীর্ঘদিন সংস্কারের অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাহিদা অনুযায়ী প্রতিবছর বরাদ্ধ আসছে অনেক কম। এতে করে জনগুরুত্বপূর্ণ বিবেচনার ভিত্তিতে পর্যায়ক্রমে রাস্তাগুলো সংস্কারে কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।
শিরোনাম
- তিতাসে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
- ফ্রান্সে ইলন মাস্কের এক্সের বিরুদ্ধে তদন্ত শুরু
- ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ঘেনা গ্রেফতার
- টেকসই উন্নয়নের জন্য বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে: রিজওয়ানা হাসান
- আমাদের আচরণ যেন আওয়ামী লীগের মতো না হয়: ড. মঈন খান
- ভুক্তভোগীর পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে জেলা পরিষদের ডেঙ্গু কিট প্রদান
- ‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
লক্ষ্মীপুরে বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর