লালমনিরহাটে ২০১৫ সালে আলোচিত যুবলীগকর্মী ও ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি ফখরুল ইসলাম বুলেট হত্যা মামলার সাক্ষী মোস্তাফিজুর রহমান ওরফে লুতুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি এনামুল হককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যায় আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজারে মোস্তাফিজুরকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করা হয়। এ ঘটনায় এনামুলসহ নয়জনের নামে পরদিন শনিবার রাতে মামলা করেন আহতের স্ত্রী রেবেকা সুলতানা। আহত মোস্তাফিজুর চার দিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা পরিষদ সদস্য ও মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তাহমিদুল ইসলাম ওরফে বিপ্লব ও বুলেট হত্যা মামলার প্রধান আসামি আমিনুল খান। সূত্রে জানা গেছে, শুক্রবার বুড়িরবাজারে জেলা পরিষদ সদস্য তাহমিদুল তার লোকজন নিয়ে মোস্তাফিজুরকে ধাওয়া করেন। এ সময় একজনের দোকানে আশ্রয় নিলে সেখানেই তার ওপর হামলা চালানো হয়। এ সময় তার হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রামদা, রড ও হাতুড়ি দিয়ে অসংখ্যবার আঘাত করা হয়। মোস্তাফিজুরকে বাঁচাতে বাজারের কয়েকজন এগিয়ে এলে তাদেরও ধাওয়া দেওয়া হয়। পরে রক্তাক্ত মোস্তাফিজুরকে পাশের একটি কিন্ডারগার্টেনের পেছনের পুকুরপারে নিয়ে বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
লালমনিরহাটে সাক্ষীকে কোপাল দুর্বৃত্তরা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর