শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

৭২ বছরেও নুয়ে পড়েনি আওয়ামী লীগ : মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

৭২ বছরেও নুয়ে পড়েনি আওয়ামী লীগ : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন প্রাচীন এই রাজনৈতিক দলের ৭২ বছর বয়সেও নুয়ে পড়েনি। দীর্ঘ সংগ্রাম লড়াই ও অনেক রক্ত ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে আগামী ২৩ জুন আওয়ামী লীগের  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। বয়সের ভারে সবকিছু নুয়ে পড়লেও আওয়ামী লীগের চলমান উন্ন্য়ন কাজ দেখে মনে হয় আজ যেন নব যৌবনে উজ্জীবিত আওয়ামী লীগ। গতকাল উপজেলার মির্জা কাশেম অডিটোরিয়াম হলরুমে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি পাকিস্তানিদের এজেন্ট ছিলেন। এতে প্রমাণ হয় জিয়া কত বড় বিশ্বাসঘাতক ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। তার আস্থাভাজন শাহ আজিজকে প্রধানমন্ত্রী করেন। আর গোলাম আযমকে দেশে আসার পারমিশন দেন। তিনি তার মনমতো মন্ত্রিপরিষদ গঠন করেন। এতেও ক্ষান্ত হননি তিনি। ঢাকা সদরে কারফিউ দিয়ে জেলে বন্দী বীর প্রতীক-বীর খেতাবে ভূষিত মুক্তিযোদ্ধাদের কয়েকশ লোককে বিভিন্ন জেলে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে হত্যা করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ, আওয়ামী লীগ নেতা আবু সালে গেন্দা, অরুন কুমার সাহা, ওবায়দুর রহমান বেলাল,  মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ।

সর্বশেষ খবর