শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

আসামিরা ধরাছোঁয়ার বাইরে মামলার বাদীকে হুমকি

ফরিদপুর প্রতিনিধি

আসামিরা ধরাছোঁয়ার বাইরে মামলার বাদীকে হুমকি

জাহাঙ্গীর হোসেন মিয়া

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন মিয়া হত্যাকাণ্ডের ১২ দিন পার হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ৫ জুন দুপুরে মধুখালী বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর হোসেন। মাকড়াইল গ্রামের উত্তরপাড়া পৌঁছামাত্রই রাস্তার ওপর প্রকাশ্য দিবালোকে মামুন ও তার লোকজন জাহাঙ্গীরের ওপর হামলা চালিয়ে পৈশাচিকভাবে পিটিয়ে তাকে গুরুতর আহত করে মৃত ভেবে ফেলে যায়। পরে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে মধুখালী হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর হোসেন। এ ঘটনায় নিহতের পিতা হিরু মিয়া বাদী হয়ে গত ৬ জুন ওয়ালিদ হাসান মামুনকে আসামি করে এবং ১৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেন। ১২ দিন পার হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। গত বৃহস্পতিবার মাকড়াইল বাজারের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। নিহতের বাবা হিরু মিয়া বলেন, নৃশংসভাবে জাহাঙ্গীর হোসেনকে হত্যার পর থানায় মামলা করে। এ ঘটনায় পুলিশ একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি।

সর্বশেষ খবর