ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন মিয়া হত্যাকাণ্ডের ১২ দিন পার হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ৫ জুন দুপুরে মধুখালী বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর হোসেন। মাকড়াইল গ্রামের উত্তরপাড়া পৌঁছামাত্রই রাস্তার ওপর প্রকাশ্য দিবালোকে মামুন ও তার লোকজন জাহাঙ্গীরের ওপর হামলা চালিয়ে পৈশাচিকভাবে পিটিয়ে তাকে গুরুতর আহত করে মৃত ভেবে ফেলে যায়। পরে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে মধুখালী হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর হোসেন। এ ঘটনায় নিহতের পিতা হিরু মিয়া বাদী হয়ে গত ৬ জুন ওয়ালিদ হাসান মামুনকে আসামি করে এবং ১৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেন। ১২ দিন পার হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। গত বৃহস্পতিবার মাকড়াইল বাজারের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। নিহতের বাবা হিরু মিয়া বলেন, নৃশংসভাবে জাহাঙ্গীর হোসেনকে হত্যার পর থানায় মামলা করে। এ ঘটনায় পুলিশ একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
আসামিরা ধরাছোঁয়ার বাইরে মামলার বাদীকে হুমকি
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর