রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

রাজনগরে পাঁচ বছর বন্ধ এক্স-রে পরিত্যক্ত দুই অ্যাম্বুলেন্স

মৌলভীবাজার প্রতিনিধি

রাজনগরে পাঁচ বছর বন্ধ এক্স-রে পরিত্যক্ত দুই অ্যাম্বুলেন্স

গত পাঁচ বছরে এক দিনও চালু হয়নি মৌলভীবাজারের রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন। তালাবদ্ধ কক্ষে থেকে নষ্ট হচ্ছে মেশিনটি। এদিকে কর্তৃপক্ষের অবহেলায় দুটি অ্যাম্বুলেন্স পরিত্যক্ত অবস্থায় হাসপাতালের সামনে পড়ে থেকে নষ্ট হচ্ছে। এ ছাড়া চিকিৎসক ও টেকনোলজিস্ট সংকটে এখানে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছেন রাজনগর উপজেলার তিন লাখ মানুষ। হাসপাতাল সূত্রে জানা যায়, মেডিকেল অফিসার পদ খালি। তাছাড়া চারজন ডাক্তার সংযুক্তিতে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করছেন। ১১ জন নার্সের বিপরীতে কর্মরত রয়েছেন সাতজন। রাজনগর উপজেলার বাসিন্দা নাজির আহমদ, মাহি, শাহাব উদ্দিন ও রহিমা বেগম বলেন, প্যাথলজির কোনো পরীক্ষাই এ স্বাস্থ্য কমপ্লেক্সে হয় না। জেলা সদরের প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে বেশি টাকা খরচ করে পরীক্ষা করাতে হয়। ইনডোরে চিকিৎসারত অনেকে জানান, দিনে একবার এসে ডাক্তার দেখে যান। পরবর্তী সময়ে শরীরে অবনতি হলেও চিকিৎসকের খোঁজ পাওয়া যায় না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্ণালী দাস বলেন, টেকনোলজিস্ট নিয়োগের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।

 টেকনোলজিস্ট নিয়োগ হলে অন্য সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। অ্যাম্বুলেন্স সচল করার চেষ্টা অব্যাহত আছে।

সর্বশেষ খবর