সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা
ঘাতককে ধরতে পুলিশের পুরস্কার ঘোষণা

পাথরঘাটায় স্ত্রী-কন্যা হত্যায় মামলা

পাথরঘাটা প্রতিনিধি

পাথরঘাটায় স্ত্রী-কন্যা হত্যায় মামলা

বরগুনার পাথরঘাটায় শিশু কন্যাসহ স্ত্রীকে হত্যা করে মাটি চাপা দেওয়ার ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে আরও ২ থেকে ৩ জন অজ্ঞাত দিয়ে একটি হত্যা মামলা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ঘাতক শাহিনকে ধরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।  এ আগে গত শনিবার সকালে পুলিশ মা সুমাইয়া (১৮) ও কন্যা সামিরা আক্তার জুইয়ের (৯ মাস) মরদেহ ছয় হাত গভীর গর্তে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক শাহিনের মা শাহিনুর বেগম (৪০) নানি জাহানারা বেগম (৫৫) ও  ফুফাতো ভাই ইমাম হোসেনকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে নানি জাহানারাকে ছেড়ে দেওয়া হয়। ওইদিন রাতে নিহত সুমাইয়ার বাবা রিপন বাদশা বাদী হয়ে ঘাতক স¦ামী শাহিন, মা শাহিনুর বেগম, ফুফাতো ভাই ইমাম হোসেন ও ইমামের সোমন্ধি রিমনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করে। এ ছাড়াও ওই মামলায় আরও অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করা হয়।  এদিকে মা ও শিশু কন্যার মরদেহ বরগুনা মর্গ থেকে ময়নাতদন্ত শেষে রবিবার বিকালে সুমাইয়ার বাবার বাড়িতে পুলিশের উপস্থিতিতে দাফন করা হয়। ৯ মাসের শিশু কন্যা ও মায়ের মরদেহ বাড়িতে আনার পরই এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটে এবং শোকের ছায়া নেমে  আসে।  পাথরঘাটা থানার ওসি আবুল বাশার বলেন, অজ্ঞাত ২ থেকে ৩ জনসহ ৪ জনের নাম উল্লেখ করে সুমাইয়ার বাবা  রিপন বাদশা হত্যা মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ছাড়াও ঘাতক স¦ামী শাহিনকে গ্রেফতার করতে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযান চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি শাহিনকে গ্রেফতার করা সম্ভব হবে।  ওসি আরও বলেন, ধৃত আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে ভার্চুয়ালি আবেদন করা হয়েছে। কিন্তু লকডাউনের কারণে আদালত বন্ধ থাকায় শুনানির জন্য রাখা হয়েছে। অপরদিকে মা-মেয়ে হত্যার অভিযুক্ত স্বামী শাহিন মুন্সীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার। এ জন্য তিনি গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের সহায়তা চেয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘাতক শাহিন তার স্ত্রী এবং সন্তানকে হত্যা লাশ গুম করার জন্য প্রায় ছয় হাত মাটি খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়। এটি খুবই নির্মম। এ জন্যই মূল অপরাধীকে ধরিয়ে দিতে আমাদের পুরস্কার ঘোষণা। আশা করছি শিগগিরই পুলিশের হাতে ধরা পড়বে শাহিন।

সর্বশেষ খবর